কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ ছাত্রলীগের উদ্যোগে জমকালো আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় এমবি কলেজ ক্যাম্পাসে আনন্দ মিছিল শেষে কেক কাটা হয়, ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনী নিয়ে চরনা ও বক্তৃতা প্রতিযোগিতা ১২ টায় আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান অমি গাজীর সঞ্চলনায়, বক্তাব্য রাখেন এমবি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল আলম, কলেজ ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান হিরন। উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মহিব্বুল্লাহ্ মহিব, ছাত্রলীগ নেতা ইমন আল আহসান প্রমুখ। বক্তারা জন নেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রযাত্রা নিয়ে আলোচনা করেন ও বিজয়ী দের মাঝে পুরুষ্কার বিতরণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দির্ঘায়ু কামনা করে দোয়া করেন দোয়া অনুষ্ঠান শেষে তবারক বিতরন করেন।
