বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশাল বাবুগঞ্জ উপজেলা দেহেরগতি ইউনিয়ন এর ৩১ নং দক্ষিণ রাকুদিয়া সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৯ সেপ্টেম্বর সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির নির্বাচনে পুরুষ প্রার্থী ৭ জন ও মহিলা প্রার্থী ৪ জন অংশ গ্রাহন করেন।এতে মোট ৮৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
পুরুষ প্রার্থীদের মধ্যে মোঃ নাজমুল ইসলাম ও জাহাঙ্গীর মৃধা এবং মহিলাদের মধ্যে মাহমুদা ফারজানা ও মোসাঃ বিলকিস বেগম বিজয়ী হয়েছেন।
নির্বাচনের ফলাফল ঘোষণা করেন
প্রিজাইডিং কর্মকর্তা,৭৬ নং পশ্চিম রাকুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইদ্রিস হোসেন,
এ-সময় উপস্থিত ছিলেন ৩১ নং দক্ষিণ রাকুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ রুনা লায়লা, সহকারি প্রিজাইডিং কর্মকর্তা, ৩১ নং দক্ষিণ রাকুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, স্থানীয় ইউপি সদস্য মোঃ মোশারফ হোসেন হাওলাদার,
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি
বাবুল হাওলাদার, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন মাস্টার, এমপির প্রতিনিধি দেহেরগতি ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হাওলাদার নয়ন, দেহেরগতি ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দুলাল সরদার সহ স্থানিয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।