১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বাকেরগঞ্জে অনিয়মকে নিয়মে পরিণত করতে চান প্রধান শিক্ষক! কলাপাড়ায় ৭ দফা দাবিতে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থদের মানববন্ধন বরিশাল বারের সাবেক সভাপতি এ্যাড. বাবলুর উপর হা*ম*লা বরিশালে পরিবহন থেকে মাছ ছিনতাই মামলার আসামী নিরাপরাধ যুবক(!) ইসলামী আন্দোলন বাংলাদেশ শায়েস্তাবাদ ইউনিয়ন সভাপতির উদ্যোগে ২০ বছরের অধিক সময় অবহেলীত রাস্তা সংস্ক... উজিরপুরে গাছ কাটতে গিয়ে মাথায় আঘাত পেয়ে ব্যবসায়ীর মৃ*ত্যু নগরীতে প্রতিপক্ষের হামলায় নারী সহ আহত ৩ বরিশালে যুবদল নেতাকে কু*পি*য়ে গরম পানি ঢে*লে দিলেন সাবেক ছাত্রদল নেতা বরিশালে শহীদদের তালিকা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে : জেলা প্রশাসক বরিশালের কীর্তনখোলা নদী থেকে ভাসমান শিশুর লা*শ উদ্ধার

আইনজীবী সমিতির আত্মসাৎ কৃত টাকা উদ্ধার করা হবে এবং গঠনতন্ত্র মোতাবেক দোষীদের বিচার করা হবে – প্রধান উপদেষ্টা এ্যাডঃ এস, এম, হায়দার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক।। সাতক্ষীরা জেলা আইনজীবী ঐক্য পরিষদের সকল উপদেষ্টা , জেলা কমিটির নেতৃবৃন্দ এবং সকল উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের মতবিনিময় সভা বেলা ২ টায় আইনজীবী সমিতির লাইব্রেরী রুমে সংগঠনের জেলা কমিটির আহবায়ক , সাবেক এম, পি, আইনজীবী সমিতির সাবেক সভাপতি , সিনিয়র অ্যাডভোকেট আলহাজ্ব স, ম, সালাহউদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্য সচিব , আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ এর উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা , সাবেক পি, পি, সাতক্ষীরা ” ল ‘ কলেজের অধ্যক্ষ ,আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট আলহাজ্ব এস, এম, হায়দার । বক্তব্য রাখেন জজ কোটের পি, পি, আলহাজ্ব মোঃ আব্দুল লতিফ , স্পেশাল পি , পি, এ্যাডঃ জহুরুল হায়দার বাবু, এ্যাডঃ নিজাম উদ্দিন , এ্যাডঃ শেখ আব্দুস সামাদ , এ্যাডঃ শেখ মিজানুর রহমান ,এ্যাডঃ মোজাহার হোসেন কান্টু, এ্যাডঃ ছকিল উদ্দিন , এ্যাডঃ এ, বি, এম, সেলিম , এ্যাডঃ জি, এম, ওকালত হোসেন , এ্যাডঃ শাহনাজ পারভীন মিলি , এ্যাডঃ আকবর আলী , এ্যাডঃ আলহাজ্ব নুরুল আমিন , এ্যাডঃ অসীম কুমার মন্ডল এ্যাডঃ মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ , এ্যাডঃ সেলিনা আক্তার শেলি , এ্যাডঃ মশিউর রহমান ফারুক , এ্যাডঃ মিজানুর রহমান বাপ্পী , এ্যাডঃ গোলাম গনি দুদু, এ্যাডঃ আলমগীর আশরাফ , এ্যাডঃ শাহিনুজ্জামান শাহিন প্রমুখ। নেতৃবৃন্দ বলেন সম্প্রতি আইনজীবী সমিতির সন্মানিত সদস্য আইনজীবী যাহারা মারা গেছে তাহাদের আত্নার মাগফেরাত কামনা করা হয়। যে সকল বিজ্ঞ আইনজীবী অসুস্থ তাহাদের সুস্থতা কামনা করা হয়। নেতৃবৃন্দ আরো বলেন সন্মানিত বর্তমান সভাপতি চিকিৎসা শেষে সাতক্ষীরা আসার পরপরই সাধারণ সভা দেওয়ার জন্য জোর দাবী জানান । আইনজীবী সমিতির আত্মসাৎ হওয়া টাকা উদ্ধার করে সকল আইনজীবীর মাঝে বিতরন করা হবে বলে জানান। ভবিষ্যতে কোন আইনজীবী কে ডিসবার করলে এবং শারিরীক ভাবে লাঞ্চিত করা হলে প্রতিশোধ নেওয়ার ও উপযুক্ত জবাব দেওয়ার হুশিয়ারী দেওয়া হয়। নেতৃবৃন্দ বলেন শরীরের এক ফোটা রক্ত থাকতে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতিতে আর কোন অনিয়ম দূর্নীতি করতে দেবে না সাতক্ষীরা জেলা আইনজীবী ঐক্য পরিষদ ।

সর্বশেষ