৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
হুন্ডিবাজদের সনাক্ত করে কঠোর ব্যবস্থা নিলে সৌদিআরব থেকে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাবে ভোট বিপ্লবে চমক দেখাতে চান হাতি মার্কার মেয়র প্রার্থী আসাদুজ্জামান ভান্ডারিয়ায় মোবাইল ছিনতাই কে কেন্দ্র করে পিতা পুত্রকে মারধর  পটুয়াখালীতে শহীদ সেনা অফিসার হাবিবুর রহমানের পরিবারে "সেনা নিকেতন" এর চাবি হস্তান্তর সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে ভুমিকা রাখছে যায়যায়দিন- ববি ভিসি উজিরপুরে পূর্ব শত্রুতার জের ধরে কৃষককে কুপিয়ে জখম  লম্পটের লালসার শিকার হয়ে এসএসসি ফলপ্রার্থীর আত্মহত্যা ।। বাউফলে কোস্ট গার্ডের উদ্যোগে অসহায় দুস্থ মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান বরিশালে মুক্তিযোদ্ধা আক্কেল আলী মিয়াকে বাড়ি থেকে উৎখাতের চেষ্টা পিরোজপুরের দুই ওসির বিরুদ্ধে ‘চিরকুট’ লিখে থানার পরিচ্ছন্নতা কর্মীর আত্মহত্যা

বরিশাল জেলায় ৩য় বারের মত সেরা হলেন বাকেরগঞ্জের ওসি আলাউদ্দিন মিলন

বরিশাল বাণী: বরিশাল জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা গতকাল ৫ অক্টোবর বেলা ১১টায় পুলিশ লাইনের ড্রিলশেডে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম। এর আগে তিনি বরিশাল জেলা পুলিশের মাস্টার প্যারেডে সালামী গ্রহণ ও ফোর্স-অফিসারদের উদ্দেশ্যে ভাষন প্রদান করেন। এ সময় চাকুরী হতে বিদায়ী পুলিশ সদস্যদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এর পরে মাসিক কল্যাণ সভায় সেপ্টেম্বর/২০২১ মাসে অপরাধ দমন ও বিভিন্ন বিষয়ের উপর পারফরমেন্সের ভিত্তিতে পুলিশ সুপার জেলার বিভিন্ন স্তরের কৃতী পুলিশ সদস্যদের মধ্যে পুরস্কার হিসেবে সম্মাননা সনদ ও ক্রেষ্ট প্রদান করেন। এতে এমাসে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার লাভ করেন বাকেরগঞ্জ থানার চৌকস ওসি আলাউদ্দিন মিলন। তিনি এর আগে আরো দুইবার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ শাহজাহান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জেলা বিশেষ শাখা মোঃ ইকবাল হোছাইন পিপিএম,  অতিরিক্ত পুলিশ সুপার বাকেরগঞ্জ সার্কেল সুদীপ্ত সরকার এবং জেলার অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ