“হৃদয়ের রক্তক্ষরণ”
—- মোহাম্মদ এমরান
যতসব ইঁদুর ছানা তুলছে ফণা-
ঐ দেখো ঐ হিংস্র পদে অাম্রবনে!
তোরা সব থাকবি বসে নিঝুম হয়ে-
অার কত কাল ঘরের কোনে?
ওরে ও পাপিষ্ঠরা করবি যদি লড়াই অাজি-
অায় ছুঁটে অায় সমান তালে!
দেখি তোরা পারিস কতো অাশিষ যতো-
বীর সেনানী লড়বে এবার অাব্রু ফেলে।
ভীরু তোরা কাপুরুষ তাই চালাস গুলি-
খালি হাতের জওয়ান পরে!
নাই কিরে ভয় মরতে হবে যেতে হবে-
জবাব খানি দিতেই হবে দূর ওপারে।
দেখো ঐ শয়তানের দল অাসছে তেড়ে-
নগ্ন পদে খ্যামটা নেচে!
অাজ তোদের দেবোই জবাব নিবোই হিসাব-
পারবি না তো যেতে বেঁচে!
এভাবে অার দেবো না ছাঁড়বো না তো-
মানবতায় হেলায় দুলায়!
মুচলেকা তো দিতেই হবে নেবো অাজি-
হিসাব সবি পিষে তোদের পায়ের তলায়।
হৃদয়ের রক্ত অাজি টগবগিয়ে-
ফুটছে দেখো গগণ ভেদি!
হবে না ক্ষমা তোদের দিবোই সাজা-
প্রাণটা অাজ যায়গো যদি।
যতসব তরুন যুবক নর নারী-
অায় ছুটে অায় খোদার রাহে!
বাঁচতে হলে লড়তে হবে তীরখানি অাজ-
বিঁধতে হবে বাতিলের ঐ হিংস্র দেহে।
(ভোলার শহীদ’দের স্মরনে অশ্রুসজল নয়নে)
২০/১০/২০১৯।