বরিশাল বাণী: বরিশালের হিজলা উপজেলায় নয় বছর বয়সি ৩য় শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের কাকুরিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
অভিযোগ সূত্রে জানাযায়, গত ২৭ অক্টোবর বুধবার বিকেল ৩টা দিকে শিশুটি বাড়ির পাশে ধান ক্ষেতে গরুর জন্য ঘাস কাটতে যায়।
এই সুযোগে পার্শ্ববতি শংকরপাশা গ্রামের ইদ্রিস মাঝির বখাটে ছেলে দেলু মাঝি (৩২) তাকে যৌননিপীড়নের চেষ্টা করে। মেয়েটি ডাকচিৎকার দিলে বখাটে দেলু পালিয়ে যায়।
শিশু’র মা মরিয়ম বেগম বলেন, ‘আমার নিষ্পাপ শিশু মেয়েটির সাথে এ ঘটনায় স্থানীয় মুরব্বিরা বিচারের আশ্বাস দেন। তবে বখাটে দেলু মাঝি পালিয়ে থাকায় তারা বিচার করতে পারেনি। তাই আমরা আইনের কাছে বিচারের জন্য আসছি।
হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ভিকটিমের পরিবার থানায় এসেছি মামলা করার জন্য। আমরা মামলা গ্রহণের পাশাপাশি তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।