ভোলা প্রতিনিধি।
খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবীতে ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ভোলা জেলা যুবদল । ২৫ শে নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু চিকিৎসার দাবীতে যুবদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোলা জেলা যুবদলের অফিস থেকে বিক্ষোভ মিছিল করে জেলা বি এন পির অফিসে সামনে প্রতিবাদ সভা করে জেলা যুবদল। বিক্ষোভ মিছিল ও সমাবেশে ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বি এন পির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, জেলা বি এন পির সাংগঠনিক সম্পাদক এনামুল হক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আঃ কাদের সেলিম, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মোঃ ফখরুল ইসলাম ফেরদৌস, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল , জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির হাসান , ভোলা সদর উপজেলা যুবদল নেতা বিল্লাল হোসেন, পৌর যুবদল নেতা রিয়াদ হাওলাদার সহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।