২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
তেগাছিয়া খেয়াঘাট সংস্কারের অভাবে ভোগান্তিতে সাধারণ মানুষ। রোগ মুক্তির দোয়াসমূহ দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রিয়াদ আওয়ামী পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইউটিউব চ্যানেলে রোজের সিনেমা 'বড্ড ভালোবাসি' বাবুগঞ্জে স্ত্রীর সাথে অভিমান করে শশুরের কবর খুঁড়লো জামাই উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে গৌরনদীর যুবদল নেতার চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন তারেক রহমান ভুল বানানে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন, সমালোচিত ডিসি! তালতলীতে পাওনা টাকা চাওয়ায় পেটে কেচি ঢুকিয়ে দিলেন নর সুন্দর বাবুগঞ্জে স্ত্রীর সাথে অভিমান করে শ্বশুড়ের কবরের মাটি খুঁড়লেন নেশাখোর স্বামী!

দাঁতে গর্ত হয়েছে ? প্রতিরোধ ও প্রতিকারের উপায়

হেলথ ডেস্ক: দাঁতের মধ্যে নানা কারণে গর্ত হতে পারে। যেমন দন্তক্ষয় বা ডেন্টাল ক্যারিজ, দাঁত ভেঙে গিয়ে গর্ত হওয়া বা রুট ক্যানেল চিকিৎসার জন্য গর্ত হওয়া। দাঁতের মধ্যে গর্ত বা ক্যাভিটি হলে তাতে ময়লা, খাদ্যকণা ইত্যাদি জমে, সংক্রমণ হয়। দাঁতে ব্যথা করে ও শিরশির অনুভূতি শুরু হয়। শিশুদের এই গর্ত বা ক্যাভিটি হলে তারা ব্যথায় কষ্ট পায় ও কিছু খেতে গেলেই দাঁত শিরশির করে ওঠে।
দাঁতের গর্তের অন্যতম কারণ দন্তক্ষয় বা ডেন্টাল ক্যারিজ। ডেন্টাল ক্যারিজ প্রাথমিক অবস্থায় খুবই ছোট কালো গর্তের মতো দেখায়। এ অবস্থায় কোনো ব্যথা বা অসুবিধা না থাকায় রোগীরা, বিশেষ করে শিশুরা বুঝতে পারে না যে গর্ত তৈরি হচ্ছে। জটিলতা হওয়ার পরই কেবল ধরা পড়ে। তবে দাঁত ভেঙে গেলে বেশির ভাগ ক্ষেত্রে রোগী সেটা বুঝতে পারে। এ ছাড়া রুট ক্যানেল চিকিৎসার পর রোগী যদি পরসেলিন ক্রাউন বা মুকুট পরে না নেয়, তবে গর্ত বেড়ে যায়। পরে রুট ক্যানেল এবং ভেতরের জিনিসপত্র সব বেরিয়ে আসে।

চিকিৎসা কী
দাঁতের গর্তের লক্ষণ দেখা দেওয়া মাত্র দেরি না করে শূন্য জায়গাটা ভর্তি বা ফিলিং করে নেওয়া উচিত। কারণ, ডেন্টাল ক্যারিজ যদি ধীরে ধীরে ডেন্টিন থেকে আরও গভীরে অর্থাৎ পাল্প চেম্বার পর্যন্ত চলে যায়, তবে ব্যথার তীব্রতা বেড়ে যায়। চিকিৎসাব্যবস্থাও জটিল হয়ে পড়ে। ভাঙা দাঁতকে আজকাল ফিলিং ম্যাটেরিয়াল বা লাইট কিউর দিয়ে সুন্দরভাবে পূরণ করা যায়, যা দেখতে অবিকল স্বাভাবিক রঙের হয়। রুট ক্যানেল চিকিৎসা করা দাঁতের ক্রাউন বা মুকুট বসাতে দেরি করা উচিত নয়।

ক্যাভিটি প্রতিরোধের ৫ উপায়
সঠিক নিয়মে প্রতিদিন দুই বেলা দাঁত ব্রাশ করা
চিনিযুক্ত পানীয় বা আঠালো খাবার, অম্লযুক্ত খাবার, কফি ইত্যাদি এড়িয়ে চলা বা খাওয়ার পর কুলি করে মুখ ধুয়ে ফেলা
শুধু ব্রাশ নয়, সুতা বা ফ্লস দিয়ে দাঁতের ফাঁক পরিষ্কার করা
ধূমপান বর্জন
নিয়মিত দাঁত পরীক্ষা করা।

 

অধ্যাপক অরূপরতন চৌধুরী
দন্ত বিভাগ, বারডেম হাসপাতাল

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ