১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

গুঠিয়ায় মোটরসাইকেল, রহমতপুর-হারতা-বামরাই‌ল ও বাটামারায় নৌকা জয়ী

বরিশাল বাণী: তৃতীয় ধা‌পের ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচ‌নে ব‌রিশা‌লের ৫ ইউ‌পি‌র ৪ টি‌তে নৌকার জয় হয়েছে।
সোমবার (২৯ নভেম্বর) বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন বাবুগঞ্জ উপ‌জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম ও উ‌জিরপুর উপ‌জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আব্দুর র‌শিদ সেখ।
জানা গেছে, বাবুগ‌ঞ্জের রহমতপুর ইউ‌নিয়‌নে চেয়ারম‌্যান প‌দে নৌকা প্রতী‌কের প্রার্থী মৃধা মু. আক্তার উজ জামান মিলন ৬ হাজার ৪৪৬ ভোট পে‌য়ে বেসরকা‌রিভা‌বে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পা‌র্টির হাতু‌রি মার্কার প্রার্থী শা‌হিন হো‌সেন ৩ হাজার ৯৩৩ ভোট পে‌য়ে‌ছেন।
অপর‌দি‌কে গু‌ঠিয়া ইউনিয়‌নে মোটরসাই‌কেল প্রতী‌কের স্বতন্ত্র প্রার্থী মো. আওরঙ্গ‌জেব ৭ হাজার ৯৬২ ভোট পে‌য়ে বেসরকা‌রিভা‌বে বিজয়ী হ‌য়ে‌ছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সরদার মো. ইজাজুল হক আনারস প্রতীক নি‌য়ে ৪ হাজার ২৭৬ ভোট পে‌য়ে‌ছেন।
হারতা ইউ‌নিয়‌নে নৌকা প্রতী‌কের প্রার্থী অমল ম‌ল্লিক ১১ হাজার ৩০৭ ভোট পে‌য়ে বেসরকা‌রিভা‌বে বিজয়ী হ‌য়ে‌ছেন। নিকটতম প্রার্থী প্রিন্স বিশ্বাস আনারস প্রতীক নি‌য়ে ১ হাজার ৭৮৯ ভোট পে‌য়ে‌ছেন।
উ‌জিরপু‌রের বামরাই‌ল ও ও মুলাদীর বাটামারা ইউ‌নিয়‌নে চেয়ারম‌্যান প‌দে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হ‌য়ে‌ছেন আওয়ামী লীগের নৌকা প্রতী‌কের প্রার্থী ইউসুফ আলী হাওলাদার এবং সালাউ‌দ্দিন অশ্রু।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ