২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বাউফলে ফেসবুকে ফেইক আইডি খুলে অপপ্রচারের অভিযোগে থানা জিডি

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

কামরুল হাসান, বাউফল, প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে এক ইউনিয়ন পরিষদের সদস্যের নামে ফেসবুকে ফেইক আইডি খুলে অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে স্থানীয় সাংবাদিকদের কাছে নাজিরপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ আহসান হাবিব মিন্টু ওই অভিযোগ করেন। এ ঘটনায় বাউফল থানায় একটি সাধারণ ডায়েরী(নং-১২২৪)দায়ের করেন তিনি।

ডায়েরীতে তিনি উল্লেখ করেন, আহসান হাবিব মিন্টু নামে আমি দীর্ঘদিন ধরে একটি ফেসবুক আইডি ব্যবহার করে আসছি। গত শনিবার বিকেল ৩ টার দিক থেকে কে বা কাহারা আমার উল্লেখিত নাম ও আমার ছবি হুবহু ব্যবহার করে আলাদা একটি ফেসবুক ফেইক আইডি খুলে বাংলাদেশ আওয়ামীলীগ তথা সরকারী দলের বিরুদ্ধে বিভিন্ন কথা লিপিবদ্ধ করে উক্ত আইডি থেকে পোস্ট করা হয়েছে। অজ্ঞাতনামা কোন ব্যক্তি আমাকে অহেতুক সামাজিকভাবে হয়রানী করার উদ্দ্যোশে উল্লেখিত ফেসবুক আইডি খোলা হয়েছে। বিষয়টি আমি দেখার পর আমার নিকটতম আত্মীয় স্বজন ও এলাকার গন্যমান্য ব্যক্তিদেরকে অবহিত করি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আল মামুন বলেন, তদন্তকরে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ