নাজমুল হক মুন্না :: বরিশালের উজিরপুরে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে উজিরপুর মডেল থানার পুলিশের সদস্যরা। এস আই কামালের নেতৃত্বে এ এস আই আহছাব,মামুন, আলমগীর, সুমন এবং ফোর্স সহ শুক্রবার রাত ৮ টায় উপজেলার শোলক ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকায অভিযান চালিয়ে ভূমি অফিসের পুকুরের ঘাটলার উপরে হাতেনাতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত হলো–পার্শ্ববর্তী উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিপাশা গ্রামের মোঃ শওকত হোসেন ফরিয়া ছেলে নাইম ফরিয়া (২১) কে হাতেনাতে ধৃত করে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, এ ঘটনায় উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের সংশ্লিস্ট ধারায় নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করেন।
