বরিশাল বাণী: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) অফিসার্স এসোসিয়েশন নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সেকশন অফিসার জসিম উদ্দীন। তিনি বাকেরগঞ্জ উপজেলার বাদলপাড়া গ্রামের কৃতি সন্তান। ২০১৭ সালের ১ নভেম্বর থেকে তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন।
রোববার সকাল দশটায় ভোট গ্রহণ শুরু হয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। নবনির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন মোঃ মুরশেদ আবেদিন এবং সাধারণ সম্পাদক আবু হাসান।
এছাড়া কমিটির অন্যান্য পদেও নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচিত নেতৃবৃন্দ আগামী এক (০১) বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
নবনির্বাচিত সহ সভাপতি জসিম উদ্দিন এর আগে ববি কর্মকর্তা পরিষদের একাধারে দপ্তর সম্পাদক,কোষাধ্যক্ষ ও সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। কর্মকর্তাদের মাঝে সুপরিচিত, সদালাপী ও স্পষ্টভাষী জসিম বাকেরগঞ্জের বাদলপাড়ার আবদুল বারেক হাওলাদারের সুযোগ্য সন্তান।
