১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
অতিরিক্ত ভাড়া দিয়ে কর্মস্থলে ফিরছে দক্ষিণের মানুষ উপজেলা নির্বাচন শতভাগ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে : বিভাগীয় কমিশনার দুর্গাসাগরে অষ্টমী স্নানোৎসব গণ মানুষের সহযোগীতায় আমি সংসদ সদস্য হয়েছি : গণ সংবর্ধনায় সাংসদ টুকু নলছিটিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার দুই মৎস্য কর্মকর্তার চাঁদাবাজি ও গণধোলাইয়ের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা আমতলীতে সাংসদ গোলাম সরোয়ার টুকুর গণ সংবর্ধনা নবগঠিত পৌর মেয়র, কাউন্সিলদের পরিচিতি ঝালকাঠিতে উপজেলায় নির্বাচন করতে ২১ বছরের ইউপি চেয়ারম্যানের পদত্যাগ ঝালকাঠি ট্রাক চাপায় নেছারাবাদ মাদ্রাসার খাদেম নিহত বাংলা নববর্ষ উপলক্ষে ঝালাঠির রাজাপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিত অনুষ্ঠিত হয়েছে 

৩০৩ নার্সকে সংবর্ধনা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাণী ডেস্ক: নতুন নিয়োগপ্রাপ্ত ৩০৩ জন সিনিয়র স্টাফ নার্সকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের একটি সভাকক্ষে তাদের সংবর্ধনা দেওয়া হয়।
সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে ঢামেক হাসপাতালের নতুন ভবনের অধ্যাপক এস জি এম চৌধুরী সেমিনার হলে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক।
নতুন নিয়োগপ্রাপ্ত নার্সদের উদ্দেশে তিনি বলেন, রোগীদের সেবার মান নিশ্চিত করতে হবে। শুধু তাই নয়, রোগী ও তাদের স্বজনদের সঙ্গে সুন্দর ব্যবহার নিশ্চিত করতে হবে। হাসপাতালের সুনাম অক্ষুণ্ন রাখতে হবে।
নাজমুল হক বলেন, চিকিৎসকরা রোগী দেখে চিকিৎসা দেয়। আর নার্সরাই পুরো সেবা দিয়ে থাকেন।
বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের ঢামেক সভাপতি মোহাম্মদ কামাল পাটোয়ারী বলেন, বাংলাদেশের সব পর্যায়ে উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য সেবার অবিচ্ছেদ্য অংশ নার্সিং সেবা।
নতুন নিয়োগপ্রাপ্ত নার্সদের উদ্দেশে তিনি বলেন, আপনারা রোগীদের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন। এখানে যারা চিকিৎসা সেবা নিতে আসেন, তারা যেন সঠিক নার্সিং সেবা পায় সেদিকে খেয়াল করবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢামেক হাসপাতালের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আশরাফুল আলম, স্বাধীনতা নার্সেস পরিষদের মহাসচিব ইকবাল হোসেন সবুজ, নার্সেস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. নিজাম উদ্দিন। সভাপতিত্ব করেন নার্সের সেবা তত্ত্বাবধায়ক শিখা বিশ্বাস।

সর্বশেষ