হারুন অর রশিদ,
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে বরগুনার আমতলীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (মঙ্গলবার) বেলা ১১টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ মো. মজিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান কবির, ইউপি চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, মোঃ রফিকুল ইসলাম রিপন, অ্যাড: এইচএম মনিরুল ইসলাম মনি, সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুদ্দিন আহম্মেদ সানু, আলহাজ্ব আবুল হাশেম মাস্টার, আলহাজ্ব গাজী দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন ফকির, পৌরসভার প্যানেল মেয়র মোঃ হাবিবুর রহমান মীর, আমতলী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ হায়াতুজ্জামান মিরাজ প্রমুখ।
সভায় আমতলী উপজেলার মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারী প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।