২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

একক সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ে আশাবাদী রাজা সিকদার

বরিশাল বাণী:  বাকেরগঞ্জ ১নং চরামদ্দি ইউনিয়নের বাদলপাড়া গ্রামের ৬নং ওয়ার্ডের ইউপি মেম্বার মাহাবুব হোসেন সিকদার রাজা । এবারের চতুর্থ ধাপের ইউপি নির্বাচনেও তিনি মেম্বার পদপ্রার্থী।

রাজা সিকদার বিগত ৫ বছর এলাকার সর্বস্তরের মানুষের সেবা করেছেন। এবারও চতুর্থ ধাপের অনুষ্ঠিতব্য ২৬ ডিসেম্বরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে তিনি মাঠে আছেন। তার সমর্থকরা মনে করেন, বিপুল ভোটে বিজয়ী হয়ে জয়ের মালা নিয়ে ঘরে ফিরবে রাজা সিকদার।

একাধিক সমর্থক বলেন,  ৬নং ওয়ার্ডের পশ্চিমাঞ্চল জুড়ে মাত্র একজন প্রার্থী রাজা সিকদার। আর পূর্বাঞ্চলে রয়েছে দুজন প্রার্থী মহিউদ্দিন পনির ও আনোয়ার হোসেন। ফলে মধ্য বাদলপাড়া , দক্ষিণ বাদলপাড়া ও পশ্চিম বাদলপাড়ার ভোটাররা একক ভাবে রাজা মেম্বারকে ভোট দিবে। আঞ্চলিকতা ও আত্মীয়তার কারনে অন্যান্য অঞ্চলের বেশ কিছু ভোটও পাবেন রাজা।

এসব দিক বিবেচনায় জনপ্রিয়তায় এগিয়ে আছেন রাজা সিকদার। অন্যান্য প্রার্থীর চেয়ে বিপুল ভোট পেয়ে জয়ী হতে পারেন রাজা মেম্বার।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ