২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বরিশালে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চরকাউয়ায় যুবলীগ নেতা খান মামুনের গণসংযোগ বাংলাদেশে বর্তমানে ভারতের তাবেদার সরকার শাসন করছে : বরিশালে ভিপি নুর বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ, ইমামের কক্ষে আগুন উজিরপুরে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার কাউখালীতে পাটি খাতে রূপালী ব্যাংকের ক্লাস্টার ভিত্তিক ঋণ বিতরণ বিআরডিবি'র কার্যক্রম পরিদর্শনে সচিববৃন্দ মনপুরায়, কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও উঠান বৈঠক বরিশালে ‘সাড়ে তিনশ’ কোটি টাকা ব্যয়ে নির্মিত শহর রক্ষা বাধ দখলের মহোৎসব উজিরপুরে মাদকসহ জেলা ডিবি'র খাচায় ১ মাদক কারবারী আটক রাজাপুরে নিখোজ ভ্যান চালকের লাশ ভাসছিলো নদীতে

গলাচিপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি আহত দুই

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

তারিখঃ ১৭ ডিসেম্বর ২০২১

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামরিতে দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন উপজেলার পানপট্টি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জয়মানিক গ্রামের মৃত. মতলেব হাওলাদারের ছেলে মো. আনোয়ার হোসেন (৪৪) ও তার স্ত্রী মোসা. পিয়ারা বেগম (৩৮)। আহতদেরকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার সাইফুল ইসলাম জানান, আনোয়ার হোসেনের শরীরে কালো কালো দাগ আছে। তার বাম হাতে ও বাম পায়ে ফুলা জখমের চিহ্ন আছে। তার স্ত্রী পিয়ারা বেগমের বাম কানের লুতরি ছিড়ে যায় এবং শরীরে বিভিন্ন অংশে ফুল জখম রয়েছে। আহত আনোয়ার হোসেন জানান, গত বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে ধান সিদ্ধ করাকে কেন্দ্র করে পাশর্^বর্তী ইউনিয়নের ছলেমান, মো. জুয়েল, মো. নিজাম, মো. সোহেল একত্রিত হয়ে আমাকে ও আমার স্ত্রীকে মারধর করে। পরে এলাকাবাসী আমাদেরকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে আহত পিয়ারা বেগম জানান, আমার চিৎকারে এলাকার লোকজন না আসলে ওরা আমাকে মেরে ফেলত। প্রতিপক্ষ ছলেমানের কাছে জানতে চাইলে তারা বলেন, পরস্পর আমরা আত্মীয়। বিষয়টি স্থানীয়দের সাথে বসে মীমাংসার ব্যবস্থা করতেছি। এ বিষয়ে আনোয়ার হোসেন বাদী হয়ে গলাচিপা থানায় মামলা করবেন বলে জানান। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ