মেডিকেল প্রতিনিধি: বরিশাল মেহেন্দিগঞ্জের কাজিরহাটে পূর্বশত্রুতার জের ধরে আঃ সালাম সরদার(৫০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার সকাল সাড়ে আটটায় নিজ সরদার বাড়ির সামনে বসে এ হামলা চালানো হয়। আহত বৃদ্ধ কাজিরহাট থানাধীন ১নং আন্দার মানিক গ্রামের বাসিন্দা মৃত শামসুল হক সরদারের ছেলে। বর্তমানে তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
আহত সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা মৃত গোলাম আলী সরদারের ছেলে রহিম সরদার গংদের সাথে ছয় বছর পূর্বে উভয়ের ভিতরে দ্বন্দ্ব হয়। পূর্ব শত্রুতার জের ধরে ঘটনার দিন সামান্য কথা কাটাকাটি নিয়ে রহিম সরদার,তার ছেলে তাকওয়া সরদার সহ অজ্ঞাত ৩/৪জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে সালাম সরদার উপরে হামলা চালায়। এসময়ে ধারালো অস্ত্রের আঘাতে সালাম সরদারের মাথা ফেটে প্রচন্ড রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্মরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।