১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালে চালচুরির অভিযোগ ঢাকতে পাল্টা মানববন্ধন করালেন চেয়ারম্যান

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরিশাল বাণী: বরিশালের বানারীপাড়া উপজেলার ৩নং সৈয়দকাঠী ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনমৃধার বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১১ এপ্রিল) দুপুরে উপজেলার ৩নং সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধনের আয়োজন করে সৈয়দকাঠী ইউনিয়ন মৎস্যজীবী কল্যান সমিতি ও সর্বস্তরের জনগনের ব্যানারে কিছু লোক।
এরআগে রোববার বরাদ্দের চাল আত্মসাৎ ও টাকার বিনিময়ে জেলে কার্ড বিতরণের প্রতিবাদে বরিশালে মানববন্ধন করে বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের জেলে সম্প্রদায়।
মানববন্ধনে জেলেরা অভিযোগ করেন প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জেলেদের মাঝে বরাদ্ধকৃত চাল বিতরণেকম দেওয়া ও কার্ডের বিনিময়ে ১৫০/২০০ টাকা করে হাতিয়ে নিচ্ছে চেয়ারম্যান ও তার লোকজন।
তাদেরকরা এমন অভিযোগ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমুলক দাবি করে পাল্টা মনববন্ধন করে সৈয়দকাঠী ইউনিয়নমৎস্যজীবী কল্যান সমিতি ও সর্বস্তরের জনগন।
উপজেলাআওয়ামী লীগের সাধারন সম্পাদক শহীদুল ইসলাম মৃধার সভাপতিত্বে ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্যসুমন মুন্সির সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন, ৩নং সৈয়দকাঠী ইউনিয়নের চেয়ারম্যানবীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃধা, আওয়মী লীগ নেতা মো. বজলুর রহমান, ছাত্রলীগ সভাপতিরাজু আহমেদ, মৎস্যজীবী কল্যান সমিতির সাধারন সম্পাদক সেলিম সরদার, ইউপি সদস্য মনোয়ারা,সনিয়া সিকদার, অপু হালদার, জেলে মো. হায়দার, মো. আজিজ শেখ, শহীদ হাওলাদার প্রমুখ।
মানবন্ধনে সৈয়দকাঠী ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃধা বলেন, নির্বাচনের শুরু থেকেই আমার বিরুদ্ধে একটি কুচক্রি মহল ষড়যন্ত্র করে আসছে। আমার বিরুদ্ধে যে অপবাদ দিয়ে মানবন্ধন করেছে তা পুরটাই সাজানো। জেলেদের নিয়ে মানববন্ধন করলেও সেখানে কোন জেলে ছিলনা। তাছাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা ও ট্যাগ অফিসার এর উপস্থিতিতেই চাল বিতরন করা হয়েছে।

সর্বশেষ