২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

কালের সাক্ষী গুরিন্দা মসজিদ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি মুসলিম ঐতিহ্যের প্রাচীন ও অন্যতম নিদর্শন এক গম্বুজবিশিষ্ট গুরিন্দা জামে মসজিদ। এটি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নে উলানিয়া সড়কের পূর্বপার্শ্বে অবস্থিত। প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে ধ্বংসের পথে প্রাচীনকালের এ মসজিদ। ধারণা করা হয়, গুরিন্দা জামে মসজিদ বাকলা চন্দ্রদ্বীপ মুসলিম আধিপত্যের প্রায় সূচনালগ্নে নির্মিত হয়েছিল। ১৫৮৪ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের অনেক আগেই গুরিন্দা জামে মসজিদ নির্মাণ করা হয়েছে বলে জনশ্রুতি রয়েছে। আবার অনেকে জানান, এ অঞ্চলে মুসলমানদের আগমন ঘটে ১৪৬৫ খ্রিস্টাব্দে সুলতান মোবারক শাহের চন্দ্রদ্বীপ বিজয়ের আগে। তখন হয়তো নির্মাণ করা হয়েছিল মসজিদটি। মসজিদের মূল ভবন আনুমানিক ৩৬০ বর্গফুট ক্ষেত্রফলবিশিষ্ট বর্গাকৃতির। এর উচ্চতা প্রায় ১৬ ফুট। এটি একটি একতলা মসজিদ। একটি মাত্র গম্বুজ বলে এটাকে সবাই ‘গম্বুজ মসজিদ’ বলে থাকে। মসজিদটি ভূমি থেকে প্রায় ৪ ফুট উঁচুতে নির্মাণ করা হয়েছে। মসজিদটির দক্ষিণে রয়েছে একটি বৈঠকখানা। প্রয়োজনীয় সংস্কারের অভাবে নিশ্চিহ্ন হচ্ছে প্রাচীন ঐতিহাসিক এ স্থাপনা, যা কোনোমতেই কাম্য নয়।

সর্বশেষ