১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষিকাকে কুপিয়ে হত্যার চেস্টা, গ্রেপ্তার-১ সাংবাদিক শাহিন হাফিজের "মা" র মৃত্যু, এনডিবিএ'র শোক প্রকাশ মহাসড়কে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণ করতে বরিশাল জেলা প্রশাসনের অভিযান পটুয়াখালীর দুমকিতে প্রাণিসম্পদ প্রদর্শনী  উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান বরিশালে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক বানারীপাড়ায় তহশিলদার ও সার্ভেয়ারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রিজন সেলে হাজতিকে হত্যার দাবি স্বজনদের, কারারক্ষীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দাম বেড়ে ফের রেকর্ড, স্বর্ণের ভরি ১ লাখ ২০ চরকাউয়া ইউনিয়ন যুবলীগের মতবিনিময় সভায় খান মামুন রাজাপুরে গ্যাস সিলিন্ডার লিক হয়ে মাইক্রোবাসে আগুন

২য় কন্যা সন্তানের বাবা হলেন ইমাদুল হক প্রিন্স

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বিশেষ প্রতিনিধিঃ- ২য় কন্যা সন্তানের বাবা হলেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও কলামিস্ট পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জনাব মুহাম্মাদ ইমাদুল হক ফিরদাউছ প্রিন্স। ৯ জুন (বৃহস্পতিবার) রাত ৮টায় বরিশাল সদরের রাহাত আনোয়ার হাসপাতালের অপারেশন থিয়েটারে সিজারের মাধ্যমে প্রিন্স-জুবাইয়া দম্পতির কোলজুড়ে এসেছে তাদের ৩য় সন্তান।

মুহাম্মাদ ইমাদুল হক ফিরদাউছ প্রিন্স তার সদ্য ভূমিষ্ট কন্যা সন্তানকে নিয়ে নিজের আবেগময় মুহূর্তটি সামাজিকযোগাযোগ মাধ্যমে ভাগাভাগি করেছেন । তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ। আমরা ৩ সন্তানের বাবা-মা হয়ে গেছি। স্ত্রী ও কন্যা ‍দু’জনই সুস্থ আছেন। আমাদের সদ্য জন্ম নেওয়া নিষ্পাপ কন্যা সন্তান “মুসাম্মাৎ মায়মুনা বিন্তে ইমাদ জায়রা”র জন্য সবাই মহান আল্লাহর কাছে দোয়া করবেন।’

জনাব প্রিন্স আরো লিখেছেন ‘আমার জীবনটা আগের চেয়েও অনেক বেশি সুন্দর হয়ে গেছে, যখন আমি তোমার (সন্তানের) নিষ্পাপ মুখটা প্রথমবারের মতো একটু আগে দেখেছি।
‘মাশাআল্লাহ! ছোট মা, তোমার ছোট ছোট হাতের ও পায়ের আঙুলগুলো আমার কাছে এতই আরাধ্য যে, আমি ব্যাখ্যা করতে পারবো না। তুমি আমার জীবনের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা আশীর্বাদ এবং মূল্যবান উপহার।’
তুমি আমার অংশ! আমার ছোট আম্মু! আমার বুদ্ধিমতী পরী! আমার সুন্দরী রাজকুমারী!’

প্রিন্স-জুবাইয়া বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ২০১৬ সালের ৬ জানুয়ারি । তাদের প্রথম সন্তান (পুত্র) “মুহাম্মাদ নাফিউ বিন ইমাদ “জাইফ” এর জন্ম হয় ১২ সেপ্টেম্বর ২০১৬ সালে এবং প্রথম কন্যা সন্তান “মুসাম্মাৎ হাফসা বিন্তে ইমাদ হুমায়রা”র জন্ম হয় ১২ মার্চ ২০২০ সালে। জনাব ইমাদুল হক ফিরদাউছ প্রিন্স ও জুবাইয়া বিন্তে কবির জুবা দম্পতি তাদের সন্তানদের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।

সর্বশেষ