১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

খালে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, আহত ৮

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোনারচর অভয়ারণ্যের সংরক্ষিত বনসংলগ্ন খালে মাছ ধরা নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আটজন আহত হয়েছেন। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বন বিভাগের চরমোন্তাজ রেঞ্জের আওতাধীন সোনারচর অভয়ারণ্যের সংরক্ষিত বনসংলগ্ন খালে মাছ ধরা কেন্দ্র করে আধিপত্য বিস্তার করতে গিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়েছে। এতে আটজন আহত হন। তাদের কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বন বিভাগের চরমোন্তাজ রেঞ্চ কর্মকর্তা নয়ন মিস্ত্রি বলেন, বন্যপ্রাণী রক্ষায় সোনারচরকে অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। সেখানে মাছ শিকারের কোনো সুযোগ নেই। দুপক্ষই বেআইনিভাবে বনের খালে প্রবেশ করেছে। খবর পেয়ে আমি সোনারচর বিট অফিসারকে পাঠিয়েছি। ওখানে গিয়ে সে কাউকে পায়নি।
এ ব্যাপারে উপজেলার চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মিজান বলেন, সোনারচর বনের খালের কাপে মাছ ধরতে গিয়ে সংঘর্ষ হয়। একপক্ষের পাঁচজন, আরেকপক্ষের তিনজন আহত হন। এ ঘটনায় এক পক্ষ লিখিত অভিযোগ করেছেন। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ