২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বাকেরগঞ্জে গ্রামাঞ্চলে চোর-ডাকাত আতঙ্ক ! গায়ে মাখছেনা পুলিশ বরিশালে পেশাজীবি সমন্বয় পরিষদের ঈদ পুনর্মিলনী এবার তালতলীর আরেক ইউপি চেয়ারম্যানের আপত্তিকর ভিডিও ভাইরাল মনপুরায় ব্যবসায়ীর দোকান থেকে লক্ষাধিক টাকার মালামাল চুরি গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু বরগুনায় সাড়ে ৪ লাখ টাকার গাঁজাসহ কারবারী আটক বরিশাল সদর উপজেলা নির্বাচনে আমার কোন চেয়ারম্যান প্রার্থী নেই : পানিসম্পদ প্রতিমন্ত্রী রাঙ্গাবালীতে মুগডাল তোলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, দুই নারীসহ আহত ৭ ববি শিক্ষিকার চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ৩ দেশীয় তহবিলের অর্থে নির্মাণ হচ্ছে মীরগঞ্জ সেতু

কাজিপুর থেকে অপহৃত আঁখি সিরাজগঞ্জে উদ্ধার, আটক একজন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
সেলিম শিকদার,সিরাজগঞ্জঃ-
কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউপির উত্তর রেহাইশুড়িবের গ্রামের অপহৃত আঁখি খাতুনকে সিরাজগঞ্জ থেকে উদ্ধার করেছে  পুলিশ। এঘটনায় অপহরণ চক্রের মুল হোতাসোহানুর রহমান সোহান (২৬) কে আটক করেছে কাজিপুর থানা পুলিশ।
সুত্রে জানাগেছে, গত (২৭ মার্চ) কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউপির উত্তর রেহাইশুড়িবের গ্রামের আলমগীর হোসেনের স্কুল পড়ুয়া কন্যা আঁখি খাতুন বাড়ি ফেরার পথে হঠাৎ উধাও হয়।অনেক খোঁজাখুঁজির পর আঁখি খাতুনকে কোথাও খুঁজে না পেয়ে পরিবারের পক্ষথেকেআঁখির বাবা আলমগীর হোসেন বাদী হয়ে কাজিপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে।অভিযোগের পরিপ্রেক্ষিতে কাজিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্রী শ্যামল কুমার দত্তসাড়াদেশের সকল থানাশ বিষয়টি অবগত করেন।এদিকে অপহরণ চক্রের মুলহোতা সোহানুর রহমান সোহান মুঠোফোনে আঁখির বাবা আলমগীর হোসেন ও তার পরিবারের নিকট প্রথমে তিনলাখ টাকা এবং পরে ছয়লাখ টাকা মুক্তিপণ দাবী করে। আঁখির অসহায় বাবা তাৎক্ষনিক ভাবে বিষয়টি থানা পুলিশকে অবগত করেন। পরবর্তীতে কাজিপুর থানা পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করেমোবাইল কলের সুত্রধরে সাদা পোশাকে ছায়াতদন্তে নেমেনাটুয়ারপাড়া বাজার এলাকা থেকে অপহরণ চক্রের মুল হোতা একই এলাকার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নুরুল ইসলামের ছেলে সোহানুর রহমান সোহান (২৬) কে আটক করে কাজিপুর থানা পুলিশ।
পরে তার দেয়া তথ্য অনুযায়ী সিরাজগঞ্জ সদর থানা পুলিশের সহায়তায় সিরাজগঞ্জ শহরের পৌর এলাকার জানপুর মহল্লার মৃত্যু খোদাবক্স শেখ এর ছেলে তফিজ উদ্দীনের ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে ২৮ জুন রাত্রী সাড়ে ১১ টার দিকে অপহৃত স্কুল পড়ুয়া আঁখি খাতুনকে উদ্ধার করে পুলিশ।কাজিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্রী শ্যামল কুমার দত্ত জানাযায়, ২৯ জুন সকালে মামলা দায়েরের পর তাদেরকে আদালতে পাঠানো হবে। কাজিপুর থানা পুলিশ সুত্রে জানাযায়, এই অপহরণ চক্রের মুলহোতা সোহানুর ও তার অন্যান্য সদস্যরা নাটুয়ারপাড়া ও আশপাশের এলাকায় অপহরণ সহ নানা অপকর্ম করে আসছে বলে জানাগেছে।
এঘটনায় নারী ও শিশু অপহরণ ও মুক্তিপণ আইনের ধারায় অপহরণকারী সোহানুর রহমান,পিতা নুরুল ইসলাম,স্ত্রী মিম খাতুন ও সহোযোগি মজনুকে আসামী করে কাজিপুর থানা দায়েরকৃত মামলা নং-১৯ তারিখ ২৯/৬/২২ ইং।

সর্বশেষ