১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বরগুনায় জুয়া খেলার ছবি তোলায় সাংবাদিককে মা*রধর, ক্যামেরা ছিন*তাই দুর্যোগ মোকাবিলায় ১ কোটি স্বেচ্ছাসেবী গড়ে তোলার পরিকল্পনা মঠবাড়িয়ায় মাদ্রাসার নিয়োগে ৫০ লক্ষ টাকার উৎকোচ বানিজ্য ! পাথরঘাটায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে চেয়ারম্যান পদপ্রার্থীকে শোকজ বরিশালে বাড়ছে তালপাখার চাহিদা অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে বরিশাল স্টেডিয়ামে : পানিসম্পদ প্রতিমন্ত্রী গলাচিপায় নাগরিক কমিটি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রেস বিফ্রিং যুক্তরাজ্যে বিশ্ব রেকর্ড গড়লেন বাংলাদেশী চিকিৎসক ডা. শরিফুল হালিম উজিরপুরে নোটিশ ছাড়া দোকানপাট ঘরবাড়ি উচ্ছেদ ! বাংলাবাজার খানকায়ে নেছারিয়ায় মাসিক তা'লিমী জলসা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে প্রধান শিক্ষকের ইসলাম কটাক্ষের অভিযোগের তদন্ত রিপোর্ট দাখিল

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

স্টাফ রিপোর্টারঃ বাকেরগঞ্জের পশ্চিম চরাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি ছড়ানোর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বাকেরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার বরাবরে দেওয়া এই অভিযোগের তদন্তও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তদন্ত রিপোর্ট জেলা শিক্ষা অফিসার হয়ে ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে। এদিকে এই ঘটনাকের কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম সুকুমার চন্দ্র বণিক।
স্কুলের এক ছাত্রীর অভিভাবক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান বলেন, স্কুলের প্রধান শিক্ষক সুকুমার বাবু একটি গ্রুপে চরম ধর্মীয় উস্কানীমূলক একটি পোস্ট শেয়ার করেছেন। যাতে মুসলমান, মহানবী ও কুরআন সম্পর্কে চরম খারাপ খারাপ কথা বলা হয়েছে। বিষয়টি আপত্তিজনক, তার নজরে আনা হলেও তিনি তা ডিলিট করেননি। এখনো সেই পোস্টটি রয়েছে। তাছাড়া আমরা বেশ কয়েক বছর যাবতই শুনে আসছি স্কুলের প্রধান শিক্ষক সুকুমার বাবু বোরখা কিংবা হিজাব পড়লে ছাত্রী বা শিক্ষিকাদের কটাক্ষ করেন। তাদের নামাজের জায়গাকে ইচ্ছাকৃতভাবে নোংরা করে রাখেন। এমনকি আমরা কোন অভিভাবক লাইব্রেরীতে গেলে তিনি আমাদেরকে অন্য ধর্মের হিসেবে হিংসার চোখে দেখেন। এ নিয়ে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।
চরাদী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবুল বাশার মাস্টার বলেন, আমিও ঘটনাটি শুনেছি। ভারতের এক লোক ইসলাম ও মুসলমানদের গালাগাল করে একটি ভিডিও করেছে। সেই ভিডিও সুকুমার স্যার গ্রুপে শেয়ার দিয়েছেন। একজন প্রধান শিক্ষক এতটা সাম্প্রদায়িক কট্টরপন্থী হন কিভাবে? এ নিয়ে স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী চরম নাখোস।
স্কুল কমিটির সভাপতি আবুল কালাম আজাদ টিপু বলেন, বিষয়টি নিয়ে অভিযোগ দাখিলের পর উপজেলা শিক্ষা অফিসার তদন্ত করে জেলা শিক্ষা অফিসারের কাছে রিপোর্ট জমা দিয়েছেন। চাকুরী বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এলাকার উত্তেজিত সকলকে শান্ত থাকতে বলেছি। শান্তি শৃঙ্খলা ভঙ্গ না করতে সকলকে অনুরোধ করেছি।
অভিযুক্ত স্কুলের প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র বণিক বলেন, এটি সম্পূর্ণ ভুয়া অভিযোগ। কেউ ষড়যন্ত্রমূলক ভাবে ফেক আইডি থেকে এটি শেয়ার করেছে। তবে আমি দেখা মাত্রই ডিলেট করেছি। আমাকে স্কুল থেকে সড়ানোর জন্য এসব ষড়যন্ত্র করা হচ্ছে।
বাকেরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোঃ শহীদুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পরে আমি বিষয়টি তদন্ত করে গত রবিবার তদন্ত রিপোর্ট ডিপিও অফিসে জমা দিয়েছি। এখন বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ।

সর্বশেষ