আব্দুল্লাহ আল মামুন (এ আল মামুন), বিনোদন ডেস্কঃ
ট্রাক চালকের চাকুরী থেকে অবসর নিয়ে অবশেষে স্ত্রী-বোনের টাকায় ট্রাক্টর কিনলেন পলাশ। বাস্তবে না হলেও পর্দায় এমন দৃশ্যেই দেখা যাবে মহাসিন পলাশকে।
সম্প্রতি পরিচালক রাশেদ বিপ্লব এর নির্মাণাধীন একটি ওভিসিতে এমন দৃশ্যে ক্যামেরার সামনে আসেন তিনি।
এসিআই মোটর্স এর সোনালিকা ট্রাক্টর ওভিসিটির স্ক্রিপ্ট করেছেন রিপন মাহমুদ। ক্যামেরায় পরিচালনা করেন জাহিদ নানু। লাইট গ্রাফার – জিয়াউল হক জিয়া।
সহকারী ডিরেক্টর- হেলাল উদ্দিন ফারহান। গাজীপুর সিটি কর্পোরেশনের ৪১ নম্বর ওয়ার্ড হায়দ্রাবাদে এই ওভিসির স্যুটিং শেষ হয়।
এতে মহাসিন পলাশ ছাড়া আরো যারা অভিনয় করেন, তারা হলেন মিষ্টি মারিয়া, ববিতা পুতুল, পলক, আহমেদ সাব্বির রোমিও। অরজিনাল এন্টারটেইনমেন্ট এর ব্যানারে খুব দ্রুত এটি বিভিন্ন অনলাইন প্লাটফর্মে এটি প্রচার করা হবে বলে পরিচালক সূত্রে জানা গেছে।