৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

“মরে গেছে মন” — মোহাম্মদ এমরান

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

“মরে গেছে মন”
— মোহাম্মদ এমরান।

আবেগ অনুভূতি হারিয়ে যাচ্ছে
বিবেক গিয়েছে ঘরে!
মানুষ এখন মানুষকে বোঝে না
বোঝাতে হয় মরে!

অতীত ছিলো আবেগে মোড়ানো
ভালোবাসা বেদনার স্মৃতি!
সবাই দিতো সবাইকে মূল্য এটাই ছিলো ভালোবাসা আবেগের রীতি!

আবেগ নিয়ে খেলে এখন
বিবেক বিক্রি করে!
হৃদয় এখন ছুঁয়ে যায়না হৃদয়
রূপেই মরে পুড়ে!

আত্মার মিলে হয়না আত্নীয়
অর্থ আর ক্ষমতাই বড়ো!
কারণে অকারণে আত্নীয়তা ভাঙে
অভাব অভিযোগ সামনে করে জড়ো!

এই পৃথিবী রবে তেমনই
এখন যেমন আছে!
আমরা সবাই হরিয়ে যাবো
কেউ আগে কেউ পিছে!

কায়ার মায়ার ছায়ার তরে
হৃদয় ছড়াই মিছে!
স্বার্থ হাসিলের প্রতিযোগীতায়
নামি যে যতো পারি নীচে!

মোহাম্মদ এমরান।
১২/০৭/২০২২।

সর্বশেষ