২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
দেশের বীমা খাতে দৃষ্টান্ত স্থাপন করছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স ২৯ মে সারাদিন লালমোহন উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে কাপ পিরিচ মার্কায় ভোট দিন আবারও বাড়ল স্বর্ণের দাম সৌদিতে ২৮৭৬০ বাংলাদেশি হজযাত্রী পৌঁছেছেন, দুইজনের মৃত্যু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত উপজেলা নির্বাচন : দ্বিতীয় ধাপে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন সোমবার থেকে ৬৫ দিন সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা মধ্যরাত থেকে সাগরে মাছ ধরা ৬৫ দিন বন্ধ বোরহানউদ্দিনে ভোটারদের টাকা দেওয়ার ছবি ভাইরাল, ক্ষমা চাইলেন ইউপি চেয়ারম্যান উপজেলা নির্বাচন ঘিরে ভোলার উপকূলীয় এলাকায় কোস্টগার্ড মোতায়েন

চরফ্যাশনে হাড়ানো মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক :
চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় হারিয়ে যাওয়ার ৩ মাস ২৮ দিন পর মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছে পুলিশ। রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে ফোনের মালিকের হাতে এটি হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার দক্ষিণ আইচা থানার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়নের শাহাবুদ্দিন নামে এক যুবকের একটি টার্স ফোন হারিয়ে ফেলেন ২০ মে ২০২২ সালে। মোবাইল ফোন হারানোর
পরের দিন শাহাবুদ্দিন দক্ষিণ আইচা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর ঘটনাটি তদন্তভার পান থানার এসআই মো. শামীম আহাম্মদ।

তদন্তকারী কর্মকর্তা শামীম ফোনের আইএমইআই নম্বরের সূত্র ধরে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সম্প্রতি দক্ষিণ আইচা থানা নলুয়া এলাকার এক যুবকের কাছে ফোনের সন্ধান পান। ফোনটি একজন অপরিচিত ব্যক্তির কাছ থেকে কম মুল্যে কিনেছিলেন ওই যুবক।

পরে পুলিশের ভয়ে ওই যবুক দক্ষিণ আইচা থানায় ফোনটি পাঠিয়ে দেয়। এরপর রোববার রাতে ফোনটি প্রকৃত মালিক ঢালচরের শাহাবুদ্দিনের হাতে থানা কর্তৃপক্ষ হস্তান্তর করেন।

এ সময় থানার ওসি শাখাওয়াত হোসেন, ডিউটি অফিসার এবং উদ্ধারকারী এসআই শামীম হোসেন উপস্থিত ছিলেন।

ফোনটির মালিক শাহাবুদ্দিন জানান, আমি মনে করেছিলাম আমার হারানো মোবাইল ফোনটি আর ফিরে পাবেন না। কিন্তু ৩ মাস ২৮ দিনে পর ফোন উদ্ধার করতে পারায় দক্ষিণ আইচা থানা পুলিশকে ধন্যবাদ জানান তিনি।
থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, প্রায় ৪ মাস হলেও হারিয়ে যাওয়া ফোনটি উদ্ধারের পর মালিককে ফেরত দেওয়া সম্ভব হয়েছে। এ বিষয়ে এসআই শামীম হোসেনের পারদর্শিতার ভূয়সী প্রশংসা করেন তিনি।

সর্বশেষ