নিজস্ব প্রতিবেদক : বরিশালের মাধবপাশায় জমিজমা ও ঘর উঠানোর জায়গা নিয়ে পূর্ব শত্রুতার যে ধরে কোহিনুর বেগম (৩৫) নামের এক আট মাসের অন্তঃসত্ত্বা নারীকে মারধর করে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুর সাড়ে বারোটায় বিমানবন্দর থানাধীন ৫ নং ওয়ার্ড পূর্ব লাফাদি গ্রামে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। আহত কোহিনুর বেগম ওই এলাকার আব্দুল জলিল হাওলাদারের স্ত্রী। বর্তমানে তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে ভর্তি রয়েছে। আহত সূত্রে জানা যায়, আমার শ্বশুর মৃত্যুর পূর্বেই তার তিন সন্তানদেরকে পৃথক পৃথক ঘর নির্মাণের জন্য জমি নির্ধারণ করে দিয়ে গেছে। কিন্তু আমার ভাসুর জাকির হাওলাদার আমাদের জমিও জোরপূর্বক ভাবে ভোগ দখলের পায়তারা চালিয়ে আসছে। এ নিয়ে উভয়ের মাঝে দ্বন্দ্ব বিরাজমান ছিল। ঘটনার দিন একটি বাঁশ কাটা কে কেন্দ্র করে অকথ্য ভাষায় গালিগালাজ করে জাকির হাওলাদারের স্ত্রী পুতুল। এ সময় গালিগালাজ করতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে জাকির হাওলাদার ও তার স্ত্রী পুতুল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এলোপাথালি মারধর শুরু করে। আহত আট মাসের অন্তঃসত্ত্বা কোহিনুর বেগমের তলপেট লাথি ও সারা শরিলে কিল ঘুষি মেরে নীলা ফুলা জখম করে। পরের স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেবাচিমে প্রেরণ করে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
