বরিশাল বাণী: পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে ৩৪ লিটার দেশিয় তৈরি চোলাই মদসহ হেমাতি (৪১) নামের এক রখাইন নারীকে গ্রেফতার করেছে পুলিশ। কেরানীপাড়ার রাখাইন পল্লী সংলগ্ন একটি আবাসিক হোটেলের ১০৪ নং কক্ষে এসব মদ রাখা ছিল।
রবিবার রাতে মহিপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে ১৩ প্লাস্টিক বেতল ও একটি কন্টিনার ভর্তি মদ উদ্ধার করে। এসময় রাখাইন নারী হেমাতিকে পুলিশ গ্রেফতার করেন। সে ওই পাড়ার বাসিন্দা মংচোহেন মঞ্জুর স্ত্রী বলে পুলিশ জানায়।
মহিপুর থানার ওসি খোন্দকার মো.আবুল খায়ের বলেন, এ ব্যপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত রাখাইন নারীকে সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
