২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সুবিদখালী-বরগুনা মহাসড়কের উপর বাসস্ট্যান্ড,পোহাতে হচ্ছে দুর্ভোগ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
মোঃগোলাম সরোয়ার মনজু।
পটুয়াখালীজেলার  মির্জাগঞ্জের সুবিদখালী  বরগুনা মহাসড়কের বাস স্টপেজ করার জন্য নেই কোন বাসস্ট্যান্ড এর  জায়গা। ফলে উপজেলার সুবিদখালী সরকারি কলেজ রোডস্থ সড়কের দুই পাশেই যত্রতত্রভাবে বাস রাখায় যাত্রী ও পথচারীদের যাতায়াতেও দুর্ভোগ পোহাতে হচ্ছে।প্রতিদিন  সকাল থেকে রাত্র ১১ টা পর্যন্ত বাস থামিয়ে লোক ওঠা নামা করতেই সুবিদখালী কলেজ রোডে নিয়মিত যানজট লেগেই আছে।  এছাড়াও দূরপাল্লার বাসগুলো ওই সড়কেই ঘোরানোর ফলে যানজটের সৃষ্টি হয়। আর নিয়ন্ত্রণহীন অটোরিকশা ও ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনাকারীদের দাপট তো রয়েছেই। আর এ কারনে ওই এলাকায় চলাচলরতদের মধ্যে ক্ষোভ দিন দিন বাড়ছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,সড়কের বেশিরভাগ জায়গা বাসের দখলে থাকায় প্রতিনিয়ত যানজট লেগে থাকে। দীর্ঘদিন ধরে প্রধান সড়কের উপরে রাখা হয় বাস। এ সড়ক দিয়ে দেশের বিভিন্ন স্থানে অসংখ্য মানুষ চলাচল করে। এতে প্রতিদিন এই সড়কে তৈরি হয় যানজট। চরম ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। সরেজমিন গিয়ে দেখা যায়,উপজেলার সুবিদখালী সরকারি কলেজ রোডের রাস্তা দখল করে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠা-নামা করানোয় সবচেয়ে বেশি ভোগান্তির সৃষ্টি হচ্ছে। যার ফলে সবসময়ই ওই এলাকায় যানজট লেগেই থাকছে। অটোরিকশা চালক করিম হোসেন বলেন,সড়ক দখল করে বাসগুলোর যাত্রী ওঠা নামার কারণেই মূলত যানজট হয়। সে কারণেই যানজট কমছে না। এক যাত্রী জানান,বাসস্ট্যান্ড না থাকায় সবসময় আমাদেরকে নিরাপত্তাহীনতায় থাকতে হচ্ছে। টিকেট কেটে মালামাল নিয়ে খোলা জায়গায় বসে থাকতে হয় অনেক সময়। এছাড়া যাত্রী ছাউনী এবং গণশৌচাগার না থাকায় স্থান নিয়ে চরম দুর্ভোগ পোয়াতে হচ্ছে। জনস্বার্থে অতি জরুরি একটি বাসস্টান্ড একান্ত প্রয়োজন বলে মনে করছে যাত্রীরা। ওই এলাকার বাসিন্দা ব্যবসায়ী মো.নাসির হাওলাদার বলেন,প্রধান সড়কে অবৈধ বাসস্ট্যান্ড করা হয়েছে। এই সড়কের দুই পাশের বাসিন্দারা সবসময়ই দুর্ঘটনা আতঙ্কে থাকেন। এই এলাকার বাসিন্দারা দুর্ঘটনা আতঙ্কের পাশাপাশি বিকট শব্দের হর্ন বাজানোর কবলে পড়ে আছে। ফলে শিশু ও বৃদ্ধসহ অসুস্থদের নিয়ে সবচেয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। 

সর্বশেষ