ইমাদুল হক প্রিন্সঃ- গত বছরের ২১ ডিসেম্বর ও এ বছর ৫ জানুয়ারী পর পর দুইটি মৌলিক গান রিলিজ হলো মোঃ রাশেদুজ্জামান এর, এর আগেও বেশ কয়েকটি মৌলিক গান রিলিজ হয়েছে তার। এবারে গান দুটি হচ্ছে ভালবাসা ভুলে গেলি তুই ও তোমাদের মাঝে আমি নেই। পটুয়াখালীর সন্তান ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ডেপুটি ডিরেক্টর মোঃ রাশেদুজ্জামান ছোটবেলা থেকেই গান বাজনার সাথে সম্পৃক্ত, এর মধ্যে কয়েকটি টিভি চ্যানেলেও লাইভ মিউজিক প্রোগ্রাম করেছেন এবং নিয়মিত বিভিন্ন কনসার্ট প্রোগ্রামে অংশগ্রহন করছেন, তবে তিনি বলেন মৌলিক গানের কোন বিকল্প নেই কারন মৌলিক গানই একজন শিল্পির মূল পরিচয়, তাই তিনি মৌলিক গানে মনোনিবেশ করেছেন, এবারের গান দুটি বরাবরের মতই তার নিজের লেখা ও সুর করা, মিউজিক করেছেন শিবলু মাহমুদ ও তানভীর রচি, গানে মডেল হিসেবে ছিলেন আরমান, সিনথিয়া, রিদিতা এবং ডিরেক্টর ছিলেন সোহাগ খান। R Zaman Entertaiment ইউটিউব চ্যানেলে গানগুলো রিলিজ হচ্ছে। বেশ কয়েকটি আধুনিক গানের পরে এ বছর ফোক ও একটু চটুল গান নিয়ে কাজ করার ইচ্ছে আছে বলে জানান এই শিল্পি। গান দুটোর লিংক
