১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পাথরঘাটায় যুবকের পা ভেঙে দিল সন্ত্রাসীরা!

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
নিজস্ব প্রতিবেদক : বরগুনার পাথরঘাটায় জমিজমা সংক্রান্ত বিরোধীদের জের ধরে সেলিম বেপারি (৩৭) নামের এক যুবকের পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৭ টায় বাদুরতলা গ্রামের হাওলাদার বাড়ির রাস্তার সামনে এই ঘটনা ঘটে। আহত যুবক ওই থানার ৯ নং ওয়ার্ড চড় লাঠিমারা গ্রামের বাসিন্দা কাদের বেপারির ছেলে। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স ওয়ার্ড এ চিকিৎসাধীন রয়েছে।
আহতের সূত্র জানা যায়, সেলিম বেপারী স্ত্রী ছাহেরা বেগমের প্রাপ্ত পৈত্রের সূত্রে ১২ কাঠা জমি প্রায় ৭০ বছর যাবত শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছে। কিন্তু সেই জমি একই এলাকার বাসিন্দা খোকন জোর পূর্ব ভাবে দখল করার জন্য ঘটনার আগের দিন খুটি দিয়ে চিহ্ন দেয়। সেলিম বেপারি জমিতে চিহ্ন দেওয়ার ব্যাপারে জানতে চাইলে খোকন ক্ষিপ্ত হয়ে যায়।এ নিয়ে কথা কাটাকাটি একপর্যায়ে খোকন, সোলেমান, সুমন, মনিরা সহ অজ্ঞত ৩/৪ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা চালায়। এ সময় লাঠির আঘাতে সেলিমের ডান পা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ও সারা শরীরে নীলা ফুলা জখম হয়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমবক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরণ করা হয়। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ