১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষিকাকে কুপিয়ে হত্যার চেস্টা, গ্রেপ্তার-১ সাংবাদিক শাহিন হাফিজের "মা" র মৃত্যু, এনডিবিএ'র শোক প্রকাশ মহাসড়কে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণ করতে বরিশাল জেলা প্রশাসনের অভিযান পটুয়াখালীর দুমকিতে প্রাণিসম্পদ প্রদর্শনী  উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান বরিশালে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক বানারীপাড়ায় তহশিলদার ও সার্ভেয়ারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রিজন সেলে হাজতিকে হত্যার দাবি স্বজনদের, কারারক্ষীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দাম বেড়ে ফের রেকর্ড, স্বর্ণের ভরি ১ লাখ ২০ চরকাউয়া ইউনিয়ন যুবলীগের মতবিনিময় সভায় খান মামুন রাজাপুরে গ্যাস সিলিন্ডার লিক হয়ে মাইক্রোবাসে আগুন

বরিশালে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল বিভাগের বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ বৃহস্পতিবার বিকেল চারটায় নগরীর কাটপট্টি রোডস্থ বিভাগীয় কার্যালয়ে এই সভায় প্রায় অর্ধশতাধিক নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি ও প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলতাফ হোসেন। প্রধান বক্তা ছিলেন সংস্থার মহাসচিব মু. কামরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি শাহজাহান মোল্লা, যুগ্ম মহাসচিব মোঃ আব্দুল মজিদ, বরিশাল বিভাগীয় কমিটির সদস্য সচিব কাজী আল মামুন, জেলা সভাপতি এম.আর প্রিন্স, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল জেলার নির্বাহী সদস্য মোঃ মামুন-অর-রশিদ, বরিশাল জেলা সেক্রেটারী আরিফুর রহমান খান, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাসান সরদার জুয়েল প্রমুখ। সভাপতি ছিলেন বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি বীরেন্দ্র নাথ সমদ্দার।
এছাড়া বক্তব্য রাখেন মুলাদী উপজেলা সভাপতি নিজাম উদ্দিন, বাকেরগঞ্জ উপজেলা সভাপতি জাকির জমাদ্দার,বাংলাদেশ টুডে’র ব্যুরো চীফ জিহাদ রানা, দৈনক আজকের পরিবর্তনের জুয়েল মাহমুদ, জেলা কমিটির সহ সভাপতি আঃ সালাম,এসএ টিভির ব্যুরো চীফ মুজিব ফয়সাল, ঝালকাঠি জেলা সভাপতি এমদাদুল হক স্বপন, জেলা সেক্রেটারি রিয়াজুল ইসলাম বাচ্চু সহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলা উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের নান্দনিক উপস্থাপনা করেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ মামুন-অর-রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি আলতাফ হোসেন বলেন, আমরা ভালো সাংবাদিক হওয়া যেমন জরুরী তেমনি ভালো মানুষ হওয়াও জরুরী। তাই পরিবার, সমাজ ও দেশকে ভালোবেসে পেশাগত কাজে এগিয়ে যেতে হবে।

সর্বশেষ