১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

মাহমুদুল হক খান মামুন : আশা ও আস্থার রাজনীতিবিদ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

শব্দ খুঁজে বেড়ানো কবির কাজ। কারণ শব্দই মোক্ষম। তাই বলে এমন ধারণা নেওয়া ঠিক নয় যে, শব্দ যা কবি খুঁজে পান, তাই শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ হয়ে ওঠে ব্যবহারে।ব্যবহারে ত্যাগে সংগ্রামে নম্র ,ভদ্র, সুশিক্ষিত, দক্ষ সংগঠক ও সম্ভ্রান্ত পরিবারের এক সন্তানের কথা বলছি। সেই সুযোগ্য ব্যক্তি হলেন বরিশাল আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক মাহমুদুল হক খান মামুন।
বরিশালে আওয়ামীলীগের সবচেয়ে ত্যাগী, পরীক্ষিত, দুঃসময়ের কান্ডারী খান মামুন দলের জন্য নিরবে আড়ালে আবডালে কাজ করে যাচ্ছেন। বর্তমানে বরিশাল আওয়ামীলীগে দুটি ধারা। তিনি খোকন সেরনিয়াবাতকে বিজয়ের জন্য নেপথ্যে জাতিসংঘের তৎকালীন দুত তারানকোর মত ভুমিকা রেখে কৌশলী সুক্ষ্ম বুদ্ধিমত্তা দিয়ে কাজ করছেন।
বরিশাল আওয়ামীলীগের এই পরিচ্ছন্ন নেতা সব সময়ই থাকেন প্রচার বিমুখ। তিনি নিজেকে প্রকাশের চেষ্টা না করে বর্তমানে আওয়ামীলীগের সুনাম ছড়ানো ও খোকন সেরনিয়াবাতকে বিজয়ের জন্য একনিষ্ঠ ভাবে কাজ করছেন সকলকে সাথে নিয়ে।
দলীয় নানান বঞ্চনা,সঠিকভাবে মুল্যায়ন না করা ,হয়রানীর পরও কখনো রাজপথ থেকে এক বিন্দুও পিছু হটে যাননি খান মামুন। সব সময় রাজপথে মিছিলের সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন। বঙ্গবন্ধু কন্য আওয়ামীলীগের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী দলের প্রতিটি কর্মসূচিতে সদলবলে অংশগ্রহণ করেছেন। মানছেন কেন্দ্রীয় সকল আদেশ নির্দেশ।বিএনপি ক্ষমতায় থাকাকালে দিনের পর দিন ফেরারী হয়ে ঘুরেছেন। যখনি দলের কোন কর্মসূচী আসতো তখন তা পালনে ছিলেন খুবই সোচ্চার।
পিতার জমি বিক্রি করে দলকে করেছিলেন শক্তিশালী। তখন অনেক আওয়ামীলীগ নেতা পালিয়ে গিয়েছিল বিদেশে। অনেকে দিয়েছিলেন গা ঢাকা।আওয়ামীলীগ যখন বিরোধীদলে থাকে তখন খান মামুন থাকে সোচ্চার।
আওয়ামীলীগ ক্ষমতায় আসার পরে তাকে মুল্যায়ন করা হয়নি যথাযথ ভাবে। তার পরেও তিনি যখন যে দ্বায়িত্ব পেয়েছেন তা পালন করেছেন শর্বশক্তি দিয়ে। দলীয় কর্মকান্ডের ব্যাপারে খান মামুন বলেন, দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে আমি আমার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আওয়ামীলীগের প্রতিটি কর্মসূচিতে আমার কর্মী সমর্থকদের নিয়ে সব সময় রাজপথ সরগরম রেখেছি ভবিষ্যতেও রাখব ইনশা আল্লাহ। পদের জন্য রাজনীতি করিনা। দলের স্বার্থে দল যদি মনে করে আমাকে কোন গুরুত্বপুর্ন পদ দিলে দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে তাহলে পদ দিবে। আর না দিলে নাই। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করেই রাজনীতি করে যাব চির দিন।
খান মামুন। পুরো নাম মাহমুদুল হক খান মামুন । সকলের কাছে তিনি প্রিয় এক স্বচ্ছ নেতা। নির্বাচন,আন্দোলনসহ প্রতিটা ক্ষেত্রে তিনি চমক সৃষ্টি করেন। খান মামুনের পক্ষেই তা সম্ভব । কারন তিনি সবার সঙ্গে কার্যকরী যোগাযোগ এবং সকলের সঙ্গে আন্তরিক সম্পর্ক রাখেন , সবাইকে সঠিক মূল্যায়ন করেন। এজন্যই খান মামুন সকলের নিকট এক আস্থাভাজন ও বিশ্বস্ত প্রিয় এক নেতার নাম।
Khan Mamun

লেখক :মামুনুর রশীদ নোমানী,প্রধান বার্তা সম্পাদক,দৈনিক শাহনামা ও সম্পাদক বরিশাল খবর।

সর্বশেষ