৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
পবিপ্রবিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে কর্মশালা ও আলোচনা সভা। দুমকি উপজেলা নির্বাচনের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল। এনডিবিএ'র শোক প্রকাশ গলাচিপায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু ঝালকাঠিতে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগে ছোট গ্রেফতার ২৪ বছরেও আলোর মুখ দেখেনি বরিশালের সুইমিংপুল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ,ডক্টর ,আ ন ... অবশেষে ভোলায় স্বস্তির বৃষ্টি পিরোজপুরে নামল স্বস্তির বৃষ্টি প্রবাসে স্বামীদের জিম্মি করে দেশে স্ত্রীদের ধর্ষণ করেন পাথরঘাটার মামুন!

সাংবাদিক রাহাত খানের বিরুদ্ধে মামলায় সাংবাদিক ইউনিয়ন বরিশালের নিন্দা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

খবর বিজ্ঞপ্তি :: বেসরকারি টিভি চ্যানেল দেশ টিভির স্টাফ রিপোর্টার ও সাংবাদিক ইউনিয়ন বরিশালের সহ সভাপতি সাংবাদিক রাহাত খান তাঁর টিভি চ্যানেলে ইজারাদার হটিয়ে অবৈধ খাজনা আদায় সংক্রান্ত একটি প্রতিবেদন করেন। নথুল্লাবাদ বাজারের ব্যবসায়ী ও ইজারাদারের বক্তব্যসহ ওই প্রতিবেদন সম্প্রচার করা হয়। একটি সত্য ঘটনা সম্প্রচার করার পরও বরিশাল সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব রাহাত খান ও তার টেলিভিশন চ্যানেলের প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন। সাংবাদিক ইউনিয়ন বরিশাল মনে করে এই মামলাটি সাংবাদিক রাহাত খানকে হয়রানী করার জন্য দায়ের করা হয়েছে। আমরা হয়রানীমূলক এই মামলা দায়েরের ঘটনায় ক্ষুদ্ধ হয়েছি এবং নিন্দা ও প্রদিবাদ জানাচ্ছি। একই সঙ্গে অবিলম্বে ওই মামলা প্রত্যাহারের দাবি করছি।

সাংবাদিক ইউনিয়ন বরিশাল মনে করে, ভুক্তভোগী এবং অভিযোগকারীসহ সংশ্লিষ্টরে সুস্পষ্ট বক্তব্য তুলে ধরে প্রতিবেদন করার পরও ওই মামলা দায়ের করার মানে হচ্ছে প্রদিবেদককে হয়রানী করা। যা উদ্দেশ্যপ্রনোদিত এবং ষড়যন্ত্রমূলকও বটে। এর মাধ্যমে গণমাধ্যমে স্বাধীনতাকে বাধাগ্রস্ত করা হয়েছে। যা সমাজের অসঙ্গতি দূর করতেও বাধার সৃষ্টি করবে। এটা গণমাধ্যমের কন্ঠরোধ করার অপচেষ্টা বলে মনে করে সাংবাদিক ইউনিয়ন বরিশাল।

সাংবাদিক ইউনিয়ন বরিশাল সাংবাদিক রাহাত খানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানীমূলক এই প্রত্যাহার এবং সুষ্ঠু তদন্তের দাবি করছে।

সর্বশেষ