বরিশাল বাণী: বরিশাল শহীদ নজরুল ইসলাম সড়ক (পুলিশ লাইন রোড) অবস্থিত ‘আনাইয়া’স ডাইনিং এন্ড চাইনিজ রেস্তোরা। ব্যতিক্রম ডেকারেশনে ভোজন রশিকদের জন্য যেন ভিন্ন মাত্রা। বাঁশ এর ছাউনি আর ছনের চালার মত করে ডেকারেশন করা এই রেস্তোরা সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং বর্ণিল আলোক সজ্জায় সজ্জিত। বরিশালে একমাত্র এই রেস্তোরায়ই এমন পরিবেশ বিরাজমান। চাইনিজ এবং বাংলা খাবারে যেন এর তুলনা নেই। পরিচ্ছন্নতা ও খাবারের মান এর দিক থেকেও সর্বাগ্রে রয়েছে এটি।
তাছাড়া যে কোন বিবাহ অনুষ্ঠান, জন্মদিন অনুষ্ঠান, পার্টি কিংবা যে কোন অনুষ্ঠান করার জন্য অত্যন্ত উপযোগী এটি। একসাথে অন্তত শ’খানের লোকের বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। কর্মরত স্টাফদের আচরণ এতটাই মাধুর্যপূর্ণ যেন কোন গ্রাহকই অসন্তুষ্ট হননা। রুচিশীল খাবারের সুখ্যাতি অজর্ন করা এই প্রতিষ্ঠানটি সম্প্রতি আরো ডেকারেশন বাড়িয়েছে। ফলে ভোজনরশিকদের যেন আরো আকর্ষণ বেড়েছে।