২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বিক্রি মজুদ ও উৎপাদন নিষিদ্ধ ব্যথানাশক ঔষধ ‘ন্যাপ্রোক্সেন প্লাস’

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাণী ডেস্ক: মানহীন হওয়ায় জেনিথ ফার্মার ব্যথানাশক ন্যাপ্রোক্সেন প্লাস উৎপাদন, বিক্রি ও মজুদ নিষিদ্ধ করেছে হাইকোর্ট।

মঙ্গলবার (২২ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

নিষিদ্ধ এই ব্যথানাশক ওষুধ ন্যাপ্রোক্সেন প্লাস উৎপাদন করে আসছে জেনিথ ফার্মা। চলতি বছরের ২২ মে ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরি (এনসিএল) এই ওষুধকে মানহীন ঘোষণা করেছে। এরই প্রেক্ষিতে ৫ জুন জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড নোটিশের যে জবাব দিয়েছে তা গ্রহণযোগ্য নয় বলে জানান রিট পক্ষের আইনজীবী।

বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ন্যাপ্রোক্সেন প্লাসের রেজিস্ট্রেশন সাময়িক বাতিল করেন। ওষুধটি বাজার থেকে প্রত্যাহার করার জন্য জেনিথ ফার্মাকে নির্দেশও দেওয়া হয়।

সর্বশেষ