২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

“সুড়ঙ্গ” মুভি দেখে যা বলছে দর্শক

সুড়ঙ্গ মুভি রিভিউ:
অবশেষে চরকিতে দেখে নিলাম….

প্রথমে আসি Afran Nisho কে নিয়ে। একবারও মনে হয়নি আমি আফরান নিশো কে দেখছি। যাকে দেখছি সে মাসুদ। একজন অভিনেতা এর চেয়ে বেশি আর কি করতে পারে! এই জন্যই হয়তো তিনি বার বার বলেন আমি স্টার হতে চাইনা, অভিনেতা হতে চাই। আর এই একই বিষয়টা হয়েছে ময়না (তমা মির্জা) চরিত্রের সাথেও।

আফরান নিশো তার প্রতিটি ইন্টারভিউ তে বলেছেন সুড়ঙ্গ একটা টিমওয়ার্ক এর রেজাল্ট। আজ মুভিটা দেখে ভালোভাবেই বুঝতে পারলাম এই কথার কারণ।

সিনেমার প্রতিটি ডিপার্টমেন্ট তার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে বলেই আজ সবাই এত মাতামাতি করছে।
রাইটিং, সেট ডিসাইন, লাইটিং, সিনেমাটোগ্রাফি, মিউজিক, অ্যাক্টিং, এডিটিং আর এই সবকিছুকে একসাথে করেই রায়হান রাফি আমাদেরকে উপহার দিয়েছেন সুড়ঙ্গ।

মুভির ক্লাইম্যাক্স সম্পর্কে কিছু বলার নেই। জাস্ট অসাধারণ। সাধারণ গল্প ভালোভাবে চিত্রায়ণ । তবে এই সিনেমায় বিশেষ কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে যা থেকে সামাজিক শিক্ষা নেয়া উচিত।আর একটা বিষয় সেটা হলো – বেঈমান দের বিশ্বাস করতে নেই

অনেকেই নেতিবাচক রিভিউ দিয়েছে মুভি দেখে কিন্তু মুভিটিকে realistic করার জন্য কিছু adult চরিত্র দেখানো হয়েছে যা প্রয়োজন ছিল । গল্পটি সত্যিই চমৎকার সাথে শেষ কথোপকথন টি ও —বেইমান লোকদের কখনো দ্বিতীয়বার সুযোগ দিতে নেই, যতই সুযোগ দিবেন ততবারই বেইমানি করবে 🥺🥺🥺lআর অতিরিক্ত ভালবাসলে কাউকে তার ফলস্বরূপ ওই অতিরিক্ত কষ্ট টাই পাওয়া যায়।

personal ratting 9/10

(মনিরুল ইসলাম রিয়াল এর ফেসবুক থেকে নেয়া)

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ