২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
কাঁঠালিয়ায় সাপের কামড়ে ব্যবসায়ীর মৃ*ত্যু মুক্তিযু*দ্ধ জাদুঘরে ছবিসহ নাম থাকলেও স্বীকৃতি পায়নি আব্দুস সাত্তার বরিশালে সহকর্মীর পাঠানো সোনা-ফোন আত্মসাৎ, বাবা-ভাইসহ প্রবাসী গ্রেপ্তার বরিশালে বাস টার্মিনালে ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপনের দাবীতে সংবাদ সম্মেলন বরিশালে গাঁজাসহ ৪ কারবারি আটক ববিতে এফডিআর অনিয়মের তদন্ত হয়নি দুই বছরেও উজিরপুরে মাদ্রাসা শিক্ষক কর্তৃক অর্ধশত বেত্রাঘাত, ২ দিন নিখোঁজ ছিল শিক্ষার্থী নলছিটি উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ গৌরনদী সাংবাদিককে মারধর,  নগদ টাকা, মোটরসাইকেল,ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ গলাচিপায় ভাইরাল হওয়া ময়লার পুকুর পরিষ্কার করলো বিডি ক্লিন

দিনে-দুপুরে ব্যবসায়িকে বেঁধে ২ দোকান ডাকাতি, নগদ টাকা ও মালামাল লুট

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মনপুরা (ভোলা) প্রতিনিধি ॥
ভোলার মনপুরায় দিনে দুপুরে ব্যবসায়িকে বেঁধে ২ টি দোকান ডাকাতি করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাতদল। এসময় ডাকাতরা দোকান মালিক মোঃ সালামকে দেশিয় অস্ত্রের মুখে মোটা দড়ি দিয়ে বেঁধে নগদ টাকা ও মুদি মালামাল লুটপাট করে নিয়ে যায়। এছাড়াও অপর একটি দোকানের টিনের বেড়া কেটে ১৫ বস্তা ইলিশ জাল, কন্টেইনার ও মাছ ধরা বিভিন্ন সরঞ্জামাদি লুট করে নিয়ে যায় বলে অভিযোগ সূত্রে জানা যায়। পরে স্থানীয় ব্যবসায়ীরা এসে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় মুদি দোকান মালিক মোঃ সালামকে উদ্ধার করে। উক্ত ঘটনায় মনপুরা থানায় অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) দুপুর ২ টায় ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নতুন বাজার নামক স্থানে।

ডাকাতি হওয়া দোকানের মালিক মোঃ সালাম জানান, আমি যোহরের নামাজ পড়ে দুপুর ২ টার দিকে নতুন বাজারে অবস্থিত আমার দোকানে ঝাপ বন্ধ করে দরজা খোলা রেখে বসে ছিলাম। এসময় স্থানীয় বাসিন্দা লতিফ পাটওয়ারী (৫৫), তার ছেলে ইব্রাহিম (৩৭), ফরিদ পাটওয়ারী (৩০), শরীফ পাটওয়ারী (২৫), শাহাদাত (২২) ও স্থানীয় বাবুল (১৮) সহ সংঘবদ্ধ ডাকাত দল হাতে দা, লোহার শাবল ও লাঠিসোটা নিয়ে আমার দোকান ঘরে ঢোকে। আমার গলায় দা ধরে মুখ ও হাত পা বেঁধে ফেলে। এসময় তারা আমাকে বেদম মারধর করে। এবং আমার দোকানের ক্যাশবাক্সতে থাকা নগদ ২ লক্ষ ২০ হাজার টাকা, সোলারের ১ টি ব্যাটারী ও মুদি মালামাল লুটপাট করে নিয়ে চলে যায়। পরে বাজারের ব্যবসায়ীরা এসে আমার দোকানের মালামাল এলামেলো দেখায় আমার ঘরে ঢুকে আমাকে বাঁধা অবস্থায় উদ্ধার করে।

এদিকে অপর একটি দোকানের মালামাল লুট হওয়ার পেছনে উক্ত সংঘবদ্ধ চক্রটির হাত রয়েছে বলে অভিযোগ করেছেন দোকানের মালিক মোঃ হারুন সারেং।

এব্যাপারে হারুন সারেং জানান, আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য বাড়িতে যাই। পরে স্থানীয় ব্যবসায়ীদের মাধ্যমে দোকান লুট হওয়ার খবর শুনে নতুন বাজারে ছুটে আসি। এসে দেখি দোকানের পেছনের টিনের বেড়া কেটে আমার ১৫ বস্তা ইলিশ জাল, কন্টেইনার ও মাছধরার বিভিন্ন সরঞ্জামাদিসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল ডাকাতরা লুট করে নিয়ে যায়। উক্ত ঘটনায় আমি মনপুরা থানায় অভিযোগ করেছি।

এদিকে অভিযোগ পেয়ে উক্ত ঘটনায় মনপুরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এব্যাপারে মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ