১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
গৌরনদীর যুবদল নেতার চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন তারেক রহমান ভুল বানানে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন, সমালোচিত ডিসি! তালতলীতে পাওনা টাকা চাওয়ায় পেটে কেচি ঢুকিয়ে দিলেন নর সুন্দর বাবুগঞ্জে স্ত্রীর সাথে অভিমান করে শ্বশুড়ের কবরের মাটি খুঁড়লেন নেশাখোর স্বামী! বরিশালে চাচার বসতঘরে আগুন দিলো ভাতিজা বিএম কলেজ ছাত্রাবাসের পলেস্তারা খসে পরে আহত চার শিক্ষার্থী বরিশালে এলজিইডি’র প্রকৌশলীর অপসারণ চান ঠিকাদাররা বরিশালে বর্ণাঢ্য আয়োজন চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন বাকেরগঞ্জে লম্পট যুবকের ধর্ষণে তিন মাসের অন্তঃসত্ত্বা মাদ্রাসাছাত্রী! ঝালকাঠিতে প্রকাশ্য রাস্তায় আনসার সদস্যকে কোপাল হেলমেট বাহিনী

নাজিরপুরে আ’লীগ সভাপতির বিরুদ্ধে নেতা-কর্মীদের সংবাদ সম্মেলন

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোশারেফ হোসেন খানের বিরুদ্ধে নেতা-কর্মীরা সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার সদর বাজার সংলগ্ন উপজেলা কৃষকলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি এম. খোকন কাজী। এ সময় আ’লীগ ও সহযোগী বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় জেলা যুবদলের নতুন কমিটির নেতারা ঢাকা থেকে নাজিরপুর হয়ে পিরোজপুরে যাওয়ার কালে বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রীকে নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তি করে স্লোগান দেন। এ ঘটনা স্হানীয় আ’লীগ সহ ছাত্রলীগ, যুবলীগ এবং বিভিন্ন সহযোগী সংগঠন এর প্রতিবাদ করেন। কিন্তু পরের দিন এ ঘটনায় বিভিন্ন মিডিয়ায় উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন খান বিএনপির পক্ষ নিয়ে ছাত্র ও যুবলীগের বিপক্ষে মিথ্যা মনগড়া বক্তব্য প্রদান করেন। যা আ’লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের ভাবমুর্তিকে ক্ষুন্ন করেছে। এ সময় সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয়, উপজেলা আ’লীগের সভাপতি মোশারেফ হোসেন খান জাতীয়পার্টির উপজেলা কমিটির সাবেক সাধারন সম্পাদক ছিলেন। এ সময় তিনি পুলিশের সহায়তায় স্হানীয় আ’লীগের অনেক নেতা-কর্মীদের হয়রানী করেছেন। গত বিএনপি জোট সরকারের আমলে তাদের কাছ থেকে বিভিন্নভাবে সুবিধা নিয়েছেন। দলে জাতীয় পার্টি ও বিএনপির নেতা-কর্মীদের পদ সহ বিভিন্ন সুবিধা দিয়ে ত্যাগীদের বঞ্চিত করছেন।

উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন খানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি সংগঠনের বিরুদ্ধে কোন বক্তব্য দেন নি দাবী করে বলেন আর কোন বক্তব্য দিতে প্রস্তত নন।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর পিরোজপুর জেলা যুবদলের নতুন কমিটির নেতাদের একটি বহর ঢাকা থেকে নাজিরপুর হয়ে পিরোজপুরে যাচ্ছিলেন। এসময় তারা নাজিরপুরের হাসপাতাল এলকায় পৌঁছলে স্হানীয় শাসক দলের নেতা-কর্মীদের বাঁধার মুখে পড়ে। এ সময় ওই বহরে থাকা জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রিয়াজ শিকদারের নেতৃত্বে কিছু যুবদল কর্মী আ’লীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মীদের খুঁজতে থাকে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন গন মাধ্যমে ওই হামলার সাথে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিমের সমর্থিত ছাত্র ও যুবলীগ নেতা-কর্মীরা যুবদলের নেতা-কর্মীদের উপর হামলা করেছে বলে তথ্য প্রদান করেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ