২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

পড়তে কষ্ট হওয়ায় নিজেকে শেষ করে দিল মেডিকেল শিক্ষার্থী

বাণী ডেস্ক: ফরিদপুর মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী দ্বীপ জয়ী দাশ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে মাগুরা সদরের বাটাজোড় গ্রামের নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করে বলে জানা গেছে।
দ্বীপ জয়ী দাশের সহপাঠী সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ও আসলে এখানে ভর্তি হওয়ার পর থেকেই এখানে আর পড়তে চাচ্ছিলো না। বাড়ির প্রতি ওর একটা দুর্বলতা ছিল। ক্লাস না করে বাসায় চলে যেতো। একাডেমিক প্রেশারটা নিতে পারছিল না। এভাবে ওর অনেকগুলো আইটেম পেন্ডিং হয়ে গেছে।’
দ্বীপ জয়ী দাশের ভগ্নিপতি মিঠুন বিশ্বাস গণমাধ্যমকে বলেন,
‘মেডিকেলে ভর্তির পর থেকে দ্বীপ জয়ী দাশের মধ্যে একটি হতাশা ও ভীতি লক্ষ্য করা যাচ্ছিল। কঙ্কাল ও ভূতের ভয় পেয়ে পরিবারকে জানানোর পর তাকে বাড়িতে আসতে বলা হয়। হতাশা থেকেই সে বাড়িতে এসে এমন কাজটি করলো।’
মাগুরা জরুরি বিভাগের চিকিৎসক অমর প্রসাদ জানান, ‘আজ দুপুরে দ্বীপ জয়ী দাস নামের গলায় রশি নিয়ে আত্মহত্যা করা রোগী এসেছিল। সে হাসপাতালে আসার আগেই মারা গেছে। তার পরিবারের কাছে শুনেছি সে ফরিদপুর মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিল।’
জানা গেছে দ্বীপের পিতা প্রদীপ কুমার দাস নাজির আহম্মেদ ডিগ্রি কলেজের প্রভাষক এবং মা বাটাজোড় প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ