নিজস্ব প্রতিবেদক ।।। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার তিমির কাটিতে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই পরিবারে তিনজনকে মারধর করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার সকাল ১০ টায় খাঁ বাড়ির সামনে ঐ জমিতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ঐ এলাকার বাসিন্দা পারভিন বেগম (৪৫), নাছিমা বেগম (৪০), মোঃ লিটন (৩৫)।
আহতরা বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। একই পরিবারের তিন সদস্যকে মারধরের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকার চিহ্নিত ভূমিদস্যু ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে স্থানীয়রা।
আহত সূত্রে জানা যায়, আহত পরিবারের পৈতৃক সুত্রে প্রাপ্ত সম্পত্তি একই এলাকার বাসিন্দা নাসির খান গংরা জোর পূর্বক ভাবে ভোগ দখলের চেষ্টা চালায়। এ সময় তাদের প্রতিবাদ করলে নাসির খান, মালেক শরীফ, সাইফুল ,খালেক সহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা করে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেবাচিমে প্রেরণ করে। বর্তমানে তারা এ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে মামলাদারের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।