৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
মৃত্যুর প্রথম রাত কেমন হবে ! নৌকা প্রতিকের মনোনয়নপত্র দাখিল করলেন এস এম শাহজাদা পিরোজপুর-৩ আসনে লাঙ্গল পেলেন না ৪ বারের এমপি, হবেন স্বতন্ত্র প্রার্থী বরিশালে বন্ধ করে দেয়া হলো দোকানে পাম্প বসিয়ে তেল বিক্রি অবরোধ সফল ও হরতাল পালন করতে বরিশাল মহানগর বিএনপি মশাল মিছিল বাকেরগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন প্যানেল চেয়ারম্যান ১ আলহাজ... পটুয়াখালী-৪ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল বরিশালের ছয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৭ প্রার্থী বরিশালে অটোপাসের আশ্বাসে শিক্ষার্থীদের নিয়ে মিছিলে প্রধান শিক্ষক! বাকেরগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন প্যানেল

মির্জাগঞ্জে অভিযোগের পাহাড় তবুও বহাল তবিয়তে হিসাবরক্ষক

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ::: পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও হিসাবরক্ষক এর বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, ঘুষ, দুর্নীতি, নিয়োগ বানিজ্যের অভিযোগের প্রেক্ষিতে গত ১৭ আগস্ট উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, বরিশাল অঞ্চল এর নির্দেশে গত ৪ সেপ্টেম্বর পটুয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা সরেজমিনে সকল ভুক্তভোগী শিক্ষক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং হিসাবরক্ষকের উপস্থিতিতে তদন্ত কার্যসম্পন্ন করেন।

পরবর্তী ১৭ দিন অতিবাহিত হলেও অজানা প্রভাবে তদন্ত প্রতিবেদন দাখিল করছেন না জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হিসাবরক্ষক জাকির হোসেন তার আপন ফুফাতো ভাই শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা পদে চাকুরির প্রভাবকে কাজে লাগিয়ে পিবিজিএসআই স্কিমের অনুদানের আবেদনে, বিনামূল্যে পাঠ্যবই বিতরণে পরিবহন খরচ, শিক্ষার্থীর ইউনিক আইডি, উপবৃত্তির ডাটা এন্ট্রির অনলাইন প্রিন্টকপি, এমপিওভুক্তির আবেদন, বিএড স্কেল, উচ্চতর স্কেল, বকেয়া বিল, এমপিও সিটের নাম কর্তনসহ যে কোন সংশোধনী, ম্যানেজিং কমিটি গঠনে অফিস খরচ ও নিয়োগ বাণিজ্যের নামে লক্ষ লক্ষ টাকা ঘুষ গ্রহণের মাধ্যমে দুর্ণীতি করে আসছে।

এ সকল বিষয়ে গত ১৩ আগস্ট উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন লিখিতভাবে মাধ্যমিক শিক্ষা অফিসার রেজাউল কবীর ও হিসাব রক্ষক জাকির হোসেনের বিরুদ্ধে মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরাবর একটি অভিযোগ দাখিল করেন।

এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মুহাঃ মুজিবুর রহমান অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, উপ-পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, বরিশাল অঞ্চল মহোদয়ের নির্দেশে তদন্ত কার্যক্রম চলমান আছে। শীঘ্রই তদন্তের প্রতিবেদন দেয়া হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ