২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশাল সহ সারাদেশের ৯৩২ চিকিৎসককে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাণী ডেস্ক: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ৯৩২ চিকিৎসককে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-৩ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির ৫ সেপ্টেম্বর, ১৩ সেপ্টেম্বর ও ৪ অক্টোবর তারিখের সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসে কর্মরত ৯৩২ কর্মকর্তাকে জাতীয় স্কেল ২০১৫ এর ৬ ষ্ঠ গ্রেডে টাকা ৩৫,৫০০-৬৭,০১০/- বেতনক্রমে জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি প্রদান করা হলো। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের পদোন্নতির অব্যবহিত পূর্বের কর্মস্থলে নিয়োগ (ইনসিটু) প্রদান করা হলো।’

জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি পাওয়া চিকিৎসকদের মধ্যে বক্ষব্যাধি বিভাগের ৩৯ জন, ইএনটি বিভাগের ৪৭ জন, অ্যানেসথেসিয়া বিভাগের ৯৪ জন, অফথালমোলজি বিভাগের ৩৯ জন, অর্থোপেডিক্স সার্জারি বিভাগের ৯৫ জন, গাইনি অ্যান্ড অবস্ বিভাগের ৪৩ জন, ইউরোলজি বিভাগের ২ জন, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের ২ জন, কার্ডিওলজি বিভাগের ৬৮ জন, কার্ডিয়াক সার্জারি বিভাগের ৪ জন, কনজারভেটিভ ডেন্টিস্ট্রি বিভাগের ৪ জন, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের ১ জন রয়েছেন।

এ ছাড়া চর্ম ও যৌন রোগ বিভাগের ৪২ জন, ডেন্টিস্ট্রি বিভাগের ৫ জন, থোরাসিক সার্জারি ২ জন, নিউরোসার্জারি বিভাগের ৩ জন, নেফ্রোলজি বিভাগের ৫ জন, পেডিয়াট্রিক্স বিভাগের ১৫২ জন, পেডিয়াট্রিক নিউট্রিশন অ্যান্ড গ্যাস্ট্রোএন্টোরোলজি বিভাগের ১ জন, পেরিওডোন্টলজি অ্যান্ড ওরাল প্যাথলজি বিভাগের ১ জন, প্যাথলজি বিভাগের ১৬ জন, প্রস্থোডোনটিক্স বিভাগের ২ জন, প্লাস্টিক সার্জারি বিভাগের ১ জন, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের ৬ জন, ভাস্কুলার সার্জারি বিভাগের ২ জন, মেডিসিন বিভাগের ১৪৩ জন, রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের ১৬ জন, ল্যাবরেটরি মেডিসিন বিভাগের ২ জন, সাইক্রিয়াট্রি বিভাগের ১ জন, সার্জারি বিভাগের ৯৪ জন চিকিৎসক রয়েছেন।

জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকরা তাঁদের যোগদানপত্র [email protected] ইমেইলে প্রেরণ করবেন, বলা হয় প্রজ্ঞাপনে।

সর্বশেষ