শফিকুল ইসলাম,বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে ফরচুন গ্রুপ লিঃ এর তত্ত্বাবধানে ফরচুন বরিশাল ফুটবল টুর্নামেন্ট ২০২৩ শুভ উদ্বোধন করা হয়েছে।
১৬ অক্টোবর বিকেল ৪ টায় বাবুগঞ্জ কলেজ মাঠ প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরচুন গ্রুপ লিঃ এর চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন,
বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম খলিলুর রহমান, বাবুগঞ্জ থানা অফিসার ইনচার্জ তুষার কুমার মন্ডল, ফরচুন গ্রুপ এর পরিচালক মোঃ শফিক আজম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ফরচুন গ্রুপ লিঃ এর চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বলেন
তরুণদের মেধা বিকাশে সর্বাত্মক কার্যকর হলো খেলাধুলা, ফরচুন গ্রুপ জাতীয় পর্যায়ের খেলাধুলার অংশগ্রহণ দীর্ঘ বছর যাবত। তারই ধারাবাহিকতায় স্থানীয়ভাবে বাবুগঞ্জ ডিগ্ৰী কলেজ মাঠে ফরচুন বরিশালের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট এর উদ্বধনী করা হল। পর্যায়ক্রমে আমরা ক্রিকেট টুর্নামেন্ট সহ বিভিন্ন খেলাধুলা স্থানীয় ও জাতীয় পর্যায়ে চলমান রাখবো ইনশাল্লাহ।
