১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আগৈলঝাড়ায় অতিথি পাখি শিকারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় অতিথি পাখি শিকার ও বিক্রির দায়ে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত পাখি বিক্রেতা জহর লাল মণ্ডল উপজেলার বাকাল গ্রামের বাসিন্দা।

আগৈলঝাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে বাকাল গ্রামে জহর লালের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে বালিহাঁসসহ তিনটি অতিথি পাখি উদ্ধার করা হয়।

“ভ্রাম্যমাণ আদালতের কাছে তিনি স্বীকার করেছেন, বিভিন্ন সময় অতিথি পাখি শিকার করে বিক্রি করেন। গত বছরও তিনি এটি করেছেন।

জরিমানার টাকা পরিশোধ ও ভবিষ্যতে পাখি বিক্রি না করার মুচলেকা দেওয়ায় জহর লালকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানান সাইদুর রহমান।

সর্বশেষ