বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাবুগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলা পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলার দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া আল কারীম নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে আশু বজলুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
হিফজুল কুরআন প্রতিযোগিতার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বরিশাল -৩ (বাবুগঞ্জ -মুলাদী) আসনের আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী মোঃ আতিকুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল।
বাংলাদেশ হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রহমাতুল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মুফতী আমিনুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ, দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মশিউর রহমান, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুল আহসান খান হিমু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এইচ এম আবু সুফিয়ান, সদস্য মোঃ মাসুম রেজা, দেহেরগতি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার এ.কে.এম শহিদুল হক, বাবুগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ মফিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান সিকদার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ ফায়জুল হক, দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ পলাশ সিকদার।
আমন্ত্রিত ওলামায়ে কেরাম রাকুদিয়া দাখিল মাদ্রাসার সুপার আলহাজ্ব হযরত মাওলানা নাসির উদ্দিন মাহামুদ খান, রজমতপুর জামিয়া কাছেমিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি নোমান হোসাইন, আশরাফুল উলুম কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা মুবাশ্বের আলী, উত্তর দেহেরগতি দারুল উলূম ফোরকানিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি হুমায়ুন, মদিনা নগর মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা নূর উদ্দিন খান, উত্তর রাকুদিয়া জৈনপুরী মাহমুদিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা এরশাদ হোসাইন,লাফাদি নূরানী তা’লীমুল কুরআন মাদ্রাসার মুহতামিম হাফেজ মোঃ নাজির উদ্দিন, রহমতপুর বাজার জামে মসজিদ এর খতিব মাওলানা মোঃ মুজিবুর রহমান, মাধবপাশার তা’লীমুস সুন্নাহ মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুজ্জামান, রাজগুরু কেরাতুল কুরআন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোঃ আব্দুল্লাহ।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি সদস্য মোঃ জাহিদুল ইসলাম নয়ন, বাবুগঞ্জ উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম বাবুল, মোঃ সাইফুল ইসলাম আতিক, বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য মোঃ মুমিন হাওলাদার, মোঃ ফারুক, সরকারি আবুল কালাম কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ আবিদ আল সাকিব সহ বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হিফজুল কুরআন প্রতিযোগিতা বাবুগঞ্জ উপজেলা বিভিন্ন মাদ্রাসা থেকে ৪ টি গ্রুপে প্রায় শতাধিক প্রতিযোগি হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। প্রতি গ্রুপ থেকে ৭জন করে মোট ২৮ জন প্রতিযোগি বাবুগঞ্জ থেকে জেলায় অংশ গ্রহণ করবেন।