৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
মৃত্যুর প্রথম রাত কেমন হবে ! নৌকা প্রতিকের মনোনয়নপত্র দাখিল করলেন এস এম শাহজাদা পিরোজপুর-৩ আসনে লাঙ্গল পেলেন না ৪ বারের এমপি, হবেন স্বতন্ত্র প্রার্থী বরিশালে বন্ধ করে দেয়া হলো দোকানে পাম্প বসিয়ে তেল বিক্রি অবরোধ সফল ও হরতাল পালন করতে বরিশাল মহানগর বিএনপি মশাল মিছিল বাকেরগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন প্যানেল চেয়ারম্যান ১ আলহাজ... পটুয়াখালী-৪ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল বরিশালের ছয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৭ প্রার্থী বরিশালে অটোপাসের আশ্বাসে শিক্ষার্থীদের নিয়ে মিছিলে প্রধান শিক্ষক! বাকেরগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন প্যানেল

নলছিটিতে কৃষককে হত্যার চেষ্টার অভিযোগ ।।

নিজস্ব প্রতিবেদক ।। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঝালকাঠির নলছিটিতে মোঃ শহিদ হাওলাদার (৪৮) নামের এক কৃষককে কুপিয়ে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বুধবার দুপুর সাড়ে ওই থানার ৭ নং ওয়ার্ড ভাউমহল গ্রামে ভুক্তভোগীর বাড়ির পাশে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ঐ এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এমন নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে ভুক্তভোগীর পরিবার।

 

বর্তমানে তিনি মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ড এ ভর্তি রয়েছে। 

এ বিষয়ে নলছিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আহতের স্বজন ও অভিযোগ সূত্রে জানা যায় , শহিদ হাওলাদারের পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি নিয়ে তার ভাই নুরুজ্জামান হাওলাদারের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। ঘটনার দিন নুরুজ্জামান হাওলাদার ভুক্তভোগী শহীদ হাওলাদারের জমিতে কলা গাছ রোপন করে । এ সময় এর প্রতিবাদ করলে পূর্বে জমি জমি জমা নিয়ে বিরোধের জের ধরে দেলোয়ার হাওলাদারের নির্দেশে নুরুজ্জামান হাওলাদার, আমান্তু বেগম , আনোয়ার সরদার সহ অজ্ঞাত ৫/৬ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায়।

এ হামলায় তার শরীরে মারাত্মক জখম হয়।

পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা শেবাচিমে প্রেরণ করে।

 

এ বিষয়ে মামলাদারের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান। 

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ