বীর বাঙ্গালী
—-বিপুল চন্দ্র রায়
আজকের প্রজন্ম জানে কী?
বিজয় এর মানে কী?
আজকাল হুজুগে বাঙ্গালী
গুজবে রাখে কান
স্বাধীনতার মর্ম কথা জানে কয় জন?
বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
একাত্তরে মুক্তিযুদ্ধ
রক্তস্রোতে জন্মভূমি
আকাশ বাতাস বারুদের গন্ধ
চারদিকে যুদ্ধ আর যুদ্ধ।
কত শত শত তাজা প্রাণ
দেশ মাতৃকার তরে দিয়েছে বলিদান,
মা বোন ইজ্জত দিয়েছেন বিসর্জন।
নতুন প্রজন্ম জানো বাংলার
সঠিক ইতিহাস তবেই জানবে বুঝবে
মহান বিজয় দিবস আর স্বাধীনতার মানে।