১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মঠবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধাকে হয়রানী: পুলিশের বিরূদ্ধে ক্ষোভ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় রেদোয়ান গোলদার নামে এক মুক্তিযোদ্ধার সন্তানকে অস্ত্র মামলা ও বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদাকে চোরাচালানী সাজানো মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন সময়ে মঠবাড়িয়া থানা পুলিশ রেদোয়ান গোলদারের রিরুদ্ধে সাজানো অস্ত্র উদ্ধার মামলায় আসামী করে। এদিকে নির্বাচন পরবর্তি সম্প্রতি উপজেলার তুষখালী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদাকে চোরাকারবারী দেখিয়ে আসামী করে নেছারাবাদ থানা পুলিশ। ৩ ফেব্রæয়ারী শনিবার দুপরে মঠবাড়িয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মুক্তিযোদ্ধা কমান্ড সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
জুডিশিয়াল তদন্তের দাবী জানিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. বাচ্চু আকন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন সময়ে সাবেক সাংসদ স্বতন্ত্র প্রার্থী এবং প্রতিপক্ষ রাজনৈতিক প্রভাবশালীদের ইন্ধনে তৎকালীন থানার ওসি কামরুজ্জামান তালুকদার প্রভাবিত হয়ে অন্যায় ভাবে অস্ত্র উদ্ধার দেখিয়ে রেদোয়ান গোলদার গ্রেপ্তার করে। এ ঘটনায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা ক্ষুব্দ হয়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দেয়। পরে জেলা প্রশাসক মুক্তিযোদ্ধাদের বিষটি গুরুত্ব সহকারে দেখার আশ^াস দিলে প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করেন। কিন্ত রহস্য জনক কারনে পুলিশ তড়িঘরি করে সাজানো ওই অস্ত্র মামলা দায়েরের মাত্র ১০ দিনের মাথায় মুক্তিযোদ্ধার সন্তানকে অভিযুক্ত করে চার্জশীট দেয়। রেদোয়ান গোলদার গত ৮ নভেম্বর‘২৩ থেকে জেল হাজতে রয়েছেন। তিনি উপজেলার তুষখালী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন আ.লীগ সাবেক সভাপতি আজিজুর রহমান গোলদারের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। মুক্তিযোদ্ধা পরিবারের বিরুদ্ধে পুলিশের এ সাজানো মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আগামী কাল রোববার মানববন্ধন সহ বিভিন্ন কঠোর প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন।
এসময় বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শাহআলম দুলাল, মোঃ এমাদুল হক খান, আফজাল হোসেন, লুৎফর রহমান, ফারুক উজ জামান, শাহাদাৎ হোসেন রাজা, রোদোয়ান গোলদারের মা সুলতানা রহমান পুতুল সহ অসংখ্য বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।
পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, আমি দায়িত্ব গ্রহণ করার আগেই অস্ত্র উদ্ধার মামলা ও চার্জসীট হয়েছে। অপরদিকে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদারের বিরুদ্ধে মামলা হয়েছে। পুরো বিষয়গুলি খতিয়ে দেখা হবে।

সর্বশেষ