১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মোহাম্মদ এমরান’র ‘উনুন জ্বলে’

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

উনুন জ্বলে
–মোহাম্মদ এমরান
আজি ঝড়া পাতায় আগুন লেগে
বাগান মাঝে উনুন জ্বলে!
আজি হৃদয় ভাজের চাতাল তলে
ধোঁয়া তুলে উনুন জ্বলে!
আজি রাজ পথের ঐ পীচের ঝালে শ্রমের
ঘামে টগবগিয়ে উনুন জ্বলে!
আজি শরষে ক্ষেতের হলুদ রঙয়ে মন রাঙিয়ে
নিঃস্ব দেহে ভীষম খেলে উনুন জ্বলে!
আজি মৌমাছিরা মৌয়ের ডালে পেখম খুলে
মধু খেলে উনুন জ্বলে!
আজি বৃষ্টি ধারায় শীলের ঘষায় লোম কূপের
ঐ শাখায় শাখায় উনুন জ্বলে!
আজি মেঘের ডাকে ঝাউয়ের শাখে পাখির
বাসায় খাবার আশায় উনুন জ্বলে!
আজি ঢেউয়ের তালে সাগর বুকের ফেনা গলে
লোনা জলে উনুন জ্বলে!
আজি ধানের ক্ষেতে কাস্তে হাতে শস্য পেতে
কৃষক ভাইয়ের বুকের মাঝে উনুন জ্বলে!
আজি থলে হাতে আহার নিতে বাজার পানে
মজুর বাবার ঘামে দমে উনুন জ্বলে!

মোহাম্মদ এমরান
১৩/০২/২০২১

সর্বশেষ